
বাগেরহাট প্রতিনিধিঃ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ স্লোগানের মধ্য দিয়ে বাগেরহাটে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বিভিন্ন দাবা প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দশানী যদুনাথ স্কুল এন্ড কলেজ এর সম্মেলন কক্ষে দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাস আহম্মেদ কামরুল হাসান।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত ক্রাইম এন্ড অপস্ মোহম্মদ মহিদুর রহমান , জেলা শিক্ষা অফিসার মোহাঃ সাদেকুল ইসলাম,যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমদ।
বাগেরহাট পৌর শহরের ৯ টি শিক্ষা প্রতিষ্ঠান অদ্ধশত শিক্ষার্থী এদাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।