সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে ৪ আসন পুনর্বহালের দাবিতে নৌ-সড়ক অবরোধ ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষতি, জনভোগান্তি চরমে

প্রতিনিধি: / ১১২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

মোঃনাজমুল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জেলার ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে রবিবার (২৪ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
অবরোধ শুরুর পর থেকেই উপজেলার প্রধান সড়কগুলোতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ লঞ্চ, ট্রলার ও ইঞ্জিনচালিত নৌযানও নদীপথে চলাচল বন্ধ রাখে আন্দোলনকারীরা। ফলে মোরেলগঞ্জ হয়ে কচুয়া, রামপাল, মোংলা ও খুলনাসহ বিভিন্ন রুটে নৌ-সড়ক যোগাযোগ অচল হয়ে পড়ে।
দোকানপাট আংশিক খোলা থাকলেও পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ থাকায় ব্যবসায়ীরা কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী নেতারা। বিশেষ করে মাছ, কৃষিপণ্য ও নিত্যপণ্যের পরিবহন বন্ধ থাকায় পাইকারি বাজারে সংকট দেখা দেয়। দূরপাল্লার বাস বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের ভোগান্তিও ছিল চরমে।
কর্মসূচিতে অংশ নেন মোরেলগঞ্জ উপজেলার উত্তরপারের ৮টি ইউনিয়ন, দক্ষিণপারের ৬টি ইউনিয়ন, পৌরসভা এবং পাশের  কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার এলাকার নেতাকর্মীরা এক যোগে  সড়কপথে  বিক্ষোভ মিছিল, সড়কে টায়ার জ্বালানো ও বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন।
সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা অভিযোগ করেন, বাগেরহাট-৪ আসন বাতিল করে জনগণের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। তারা বলেন,
“আসন পুনর্বহাল না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করা হবে।”
অবরোধ চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান ও জনজীবনে ব্যাপক প্রভাব পড়ে। অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি এবং হাসপাতালের রোগীরাও চিকিৎসা সেবায় ব্যাঘাতের শিকার হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসন কঠোর নজরদারিতে রয়েছে।
ব্যবসায়ী সমিতির ,মোঃজাকির দফাদার  বলেন,“অবরোধের কারণে শুধু মোরেলগঞ্জেই কয়েক কোটি টাকার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিদিন হাজার হাজার টন মাছ ও কৃষিপণ্য ঢাকাসহ বিভিন্ন জেলায় পাঠানো হয়। কিন্তু আজ সবকিছু বন্ধ হয়ে গেছে। এতে ব্যবসায়ী ও কৃষক উভয়েই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।”অন্যদিকে মোরেলগঞ্জ উপজেলার রাজনৈতিক নেতার বলেন,
 “আসন পুনর্বহাল আমাদের প্রাণের দাবি। এটি শুধু একটি আসন নয়, মোরেলগঞ্জ ও শরোনখোলার মানুষের রাজনৈতিক অস্তিত্বের প্রতীক। এ দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে যেতে জনগণ বাধ্য হবে।”
নেতারা আরও দাবি করেন, বাগেরহাট-৪ আসন বাতিল করা হলে গণমানুষের কণ্ঠরোধ হবে।


এই বিভাগের আরো খবর