এম. পলাশ শরীফ, বাগেরহাট: বাগেরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্মজীবী দল বাগেরহাট জেলার উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও কর্মজীবী দলের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৫টায় ফতেপুরস্থ দলীয় কার্যালয়ে কর্মজীবী দলের এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. ইব্রাহিম হোসেন।
কর্মজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সরদারের সভাপতিত্বে বক্তৃতা করেন এলজিডি শাখার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, কেন্দ্রীয় কমিটি নেতা ইখতিয়ার খন্দকার, কেন্দ্রীয় কমিটি সহ-ভাপতি গাজিপুর মহানগররের সভাপতি মো. আইয়ুব খান, মো. হারুন অর রশীদ, বাগেরহাট জেলা সাংগঠনিক সম্পাদক মো. মিলন, সাধারণ সম্পাদক জাহিদ বালি, মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি মো. আল আমিন প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, বাগেরহাট-৪টি আসন নিয়ে কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলে হুংকার দিলেন কেন্দ্রীয় নেতা ইব্রাহিম হোসেন।