সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে শতবর্ষী এসিলাহা স্কুলের মসজিদের বেহাল দশা; সংস্কারের অভাবে নামাজ আদায় করতে পারছে না শিক্ষার্থীরা

প্রতিনিধি: / ১৫০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

মোঃনাজমুল মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:  বাগেরহাটের মোরেলগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী এ.সি. লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী মসজিদ দীর্ঘদিন ধরে অবহেলা ও অযত্নে পড়ে থেকে এখন প্রায় ধ্বংসের মুখে। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে মসজিদটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় প্রায় এক হাজার শিক্ষার্থী নিজেদের প্রতিষ্ঠানের মসজিদে নামাজ আদায় করতে পারছেন না।
এতে শিক্ষার্থীরা বাধ্য হয়ে পাশের কলেজের মসজিদে নামাজ পড়ছেন। এতে তাদের পড়াশোনার সময় নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, একসময় মসজিদটি ছিল ধর্মীয় চর্চা ও নামাজের প্রাণকেন্দ্র। কিন্তু বহু বছর ধরে সংস্কার না করায় এখন টিন ফেটে পানি পড়ে, দেয়ালের প্লাস্টার ঝরে যাচ্ছে, টয়লেট নেই, নেই অজুখানার সঠিক ব্যবস্থা। ফলে মসজিদে নামাজ আদায় অসম্ভব হয়ে পড়েছে।
বিদ্যালয়ের শিক্ষকরা স্বীকার করেন, “মসজিদ সংস্কারের বিষয়ে বারবার আলোচনা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে মসজিদটি বিদ্যালয়ের পিছনের দিকে হওয়ায় অবহেলা বেড়েছে।”
অভিভাবক ও এলাকাবাসীরা জানান, “এটি শুধু একটি মসজিদ নয়, বিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার অন্যতম কেন্দ্র এটি। দ্রুত সংস্কার না হলে স্থাপনাটি হারিয়ে যাবে।”
স্থানীয়রা মনে করছেন, সরকারি বা বেসরকারি সহযোগিতা পেলে মসজিদটি আবারও শিক্ষার্থীদের ধর্মীয় কার্যক্রম ও এলাকার ঐতিহ্যের কেন্দ্রস্থল হয়ে উঠতে পারে।
 অতএব, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ কামনা করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।


এই বিভাগের আরো খবর