মোরেলগঞ্জ অফিসঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ মাজলিসুল মুফাস্সিরীন সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় আবুহুরাহ আর্দশ ট্রাষ্ট মিলনায়তনে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মো. আব্দুল আলীম।
অধ্যাপক মাওলানা আব্দুল মালেক এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়েত ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, অধ্যক্ষ আব্দুল আলীম হাওলাদার, উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান, মাওলানা মো. সাইফুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা গোলাম সরোয়ার হোসাইন প্রমুখ।