সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

লস অ্যাঞ্জেলেসে ট্রাকে আগুন, পুড়ল ৬ টেসলা গাড়ি

প্রতিনিধি: / ৮১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

বিদেশ : লস অ্যাঞ্জেলেসে শনিবার আটটি টেসলা গাড়ি বহনকারী একটি ট্রাকে আগুন লাগে। স্থানীয় সময় বিকেল প্রায় ৫টা ৩৫ মিনিটে সিলমারের গোল্ডেন স্টেট (৫) মহাসড়কের দক্ষিণমুখী লেনে অগ্নিকাণ্ডটি ঘটে। এবিসি৭-এর তথ্য অনুসারে, লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছয় এবং রাত প্রায় সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে এঙ্ েছড়িয়ে পড়া একটি ভিডিওতে কালো ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। ফুটেজে ট্রেলারে থাকা আটটি গাড়ির মধ্যে ছয়টি পুড়ে যেতে দেখা যায়। এ ছাড়া ট্রাকের কাছাকাছি থাকা গাড়িগুলো আগুনের সংস্পর্শে আগে আসে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। পেছনের গাড়িগুলো তুলনামূলকভাবে কম পুড়েছে। ট্রাকে আগুন লাগার পর ওই সড়কে ধীর গতিতে চলাচল করে। পুলিশ, অগ্নিনির্বাপণকর্মী ও অন্যান্য সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো, ধ্বংসাবশেষ সরানো ও সড়ক নিরাপদ করার কাজ করেন। আগুন নিয়ন্ত্রণে আসার পরও দীর্ঘ সময় ধরে ট্রাক চলাচলের লেনগুলো বন্ধ রাখা হয়। লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র লিন্ডসি লান্টজ জানান, মহাসড়কে যানজটের কারণে লস অ্যাঞ্জেলেস সিটি ও কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট থেকে অতিরিক্ত কর্মীদের দুর্ঘটনাস্থলে পৌঁছতে বিলম্ব হয়। প্রথম দিকে ধারণা করা হয়েছিল, টেসলা গাড়িতে থাকা লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে, যেগুলো খুব সহজেই দাহ্য। তবে পরে টেসলার সাপ্লাই চেইনের ভাইস প্রেসিডেন্ট রোশান থমাস এক পোস্টে স্পষ্ট করেন, আগুন লাগে তৃতীয় পক্ষের লজিস্টিকস (থার্ড-পার্টি ৩পিএল) সেমি-ট্রাকে। তিনি লেখেন, ‘সৌভাগ্যবশত চালক নিরাপদে আছেন; দুর্ভাগ্যবশত টেসলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দ্রুত আমাদের গ্রাহকদের জন্য গাড়িগুলো প্রতিস্থাপন করার চেষ্টা করব। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি দুর্ঘটনা।’ এ দুর্ঘটনা কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি এবং চালক নিরাপদে সরে যেতে সক্ষম হয়েছেন। সূত্র : এনডিটিভি


এই বিভাগের আরো খবর