বিদেশ : গাজা উপত্যকার উত্তরে ২০২৪ সালে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার ভিডিও ফুটেজ সামনে এসেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার হাতে আসা এই ভিডিও ফুটেজে ধরা পড়েছে উত্তর গাজার জাবালিয়ায় ১২ বছরের আমনা আশরাফ আল-মুফতিকে লক্ষ্য করে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মুহূর্ত। যেখানে দেখা যায়, পানি সংগ্রহ করে বাড়ি ফেরার পথে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারান ওই ফিলিস্তিনি মেয়ে। ভিডিওতে দেখা যায়, মেয়েটি প্লাস্টিকের সাদা কন্টেইনার হাতে ধুলো ও ধ্বংসস্তুপের মধ্য দিয়ে হাঁটতে চেষ্টা করছিল। মুহূর্তের মধ্যেই ইসরায়েলিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে সে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার সময় মেয়েটি পরিবারের জন্য পানি বহন করছিল। ভিডিওতে আরো দেখা যায়, হামলার পর দুই ব্যক্তি তার মরদেহ উদ্ধার করছেন। আক্রমণের সময় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। ওই দুই ব্যক্তি সম্ভবত চিকিৎসাকর্মী ছিলেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার কয়েকদিন পর একই এলাকায় ইসরায়েলি আরেকটি হামলায় প্রাণ হারান ওই শিশুটির মা। সংবাদমাধ্যমটির মতে, এই ঘটনা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়। বরং এটি এটাই প্রমান করে যে, ইসরায়েলি দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে ও ধারাবাহিকভাবে ফিলিস্তিনি শিশুদের টার্গেট করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের নৃশংস হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৬১ হাজার ৯৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরো প্রায় ১ লাখ ৫৫ হাজার ৮৮৬ জন। ২০২৪ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ ছাড়া, ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে। সূত্র : আলজাজিরা, হ্যাবারলার।