
সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম. ইকতিয়ার উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ডিস্ট্রিক্ট ক্লাইমেট চেইঞ্জ কো-অর্ডিনেটর মোঃ মজিবর রহমান,জেলা লজিক ইয়ুথ গ্রুপের জয়েন্ট সেক্রেটারি-১ মোঃ নাজমুল, সাধারণ সম্পাদক সাগর ঢালী সিএমএফ সদস্য সহ মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৪৫ জন তরুণ প্রতিনিধি।

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;
সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, যুব সমাজকে সম্পৃক্ত করতে পারলে গ্রামীণ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।