সর্বশেষ :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নৌকাডুবিতে নাইজেরিয়ায় ৪০ জনের বেশি নিখোঁজ

প্রতিনিধি: / ৭৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

বিদেশ : নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো প্রদেশে একটি নৌকাডুবির ঘটনায় ৪০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে। খবর আল জাজিরার। দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) গত রোববার এক বিবৃতিতে জানায়, উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য সোকোতো অঞ্চলের কার্যালয় থেকে একটি বিশেষ দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এনইএমএ মহাপরিচালক জুবাইদা উমর জানান, “৫০ জনের বেশি যাত্রী নিয়ে গোরোনিও বাজারের উদ্দেশ্যে যাত্রা করা নৌকাটি ডুবে যায়” — এ ধরনের তথ্য পাওয়ার পরপরই সংস্থাটি ঘটনাস্থলে সাড়া দেয়। সংস্থার দেওয়া তথ্যে বলা হয়, এখন পর্যন্ত প্রায় ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আরও ৪০ জনের বেশি যাত্রী নিখোঁজ রয়েছেন। এক কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম দ্য পাঞ্চ জানিয়েছে, নৌকাডুবির ঘটনাটি অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে হতে পারে। সোকোতোসহ নাইজেরিয়ার নদী-তীরবর্তী অঞ্চলে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। নাইজেরিয়ায় নৌকাডুবি সাধারণ ঘটনা, বিশেষ করে বর্ষাকালে (মার্চ থেকে অক্টোবর), যখন নদী ও হ্রদের পানি উপচে পড়ে। এর আগে, গত বছরের আগস্টে সোকোতো প্রদেশে ধানক্ষেতে যাওয়ার পথে একটি কাঠের নৌকা ডুবে অন্তত ১৬ কৃষকের মৃত্যু হয়। কেবল গত মাসেই দেশটিতে একাধিক নৌকাডুবির ঘটনা ঘটে। নাইজার প্রদেশে ১০০ যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১৩ জন নিহত হন এবং বহু যাত্রী নিখোঁজ হন। তার দু’দিন পর উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিগাওয়া প্রদেশে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবিতে ৬ কিশোরী প্রাণ হারায়।


এই বিভাগের আরো খবর