ছোলমবাড়িয়া বালুরমাঠ থেকে এক কিলোমিটার দীর্ঘ লাইনে এ মোটর শোভাযাত্রাটি বের হয়ে কালিকাবাড়ি, আমতলা, দৈবজ্ঞহাটী, বাধাল বাজার, বনগ্রাম, হোগলাপাশা, বৌলপুর পোলেরহাট বাজার প্রায় ২০ কিলোমিটার শোভাযাত্রা করেন। এ শোভাযাত্রায় দলীয় ব্যানার, ফেস্টুন জাতীয় ও দলীয় পতাকা শহকারে উৎসব মুখর পরিবেশে নানা রংয়ে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন সভাপতি পদ প্রার্থী শহিদুল হক বাবুল, সাধারণ সম্পাদক প্রার্থী প্রভাষক রাসেল আল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসদুজ্জামান মিলন, সংঠনিক সম্পাদক পদ প্রার্থী অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, ইউনুছ আলী আকন, খেলাফত হোসেন খসরু, উপজেলা শ্রমীক দলের সভাপতি মো. মজনু মোল্লা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শামীম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।