সর্বশেষ :
প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন ইউক্রেনকে ঋণ দিতে ইউরোপীয় নেতাদের বৈঠক আগামী বছর ফিজিতে দূতাবাস খুলবে ইসরায়েল ‘এফ-১৬’ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় নতুন করে হামলা চালিয়েছে থাইল্যান্ড
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শিক্ষকের মুক্তির দাবিতে মোরেলগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস বর্জন

প্রতিনিধি: / ১০৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে এক শিক্ষক নাষকতা মামলায় জেল হাজতে বন্দী থাকার প্রতিবাদে ও তার দ্রুত মুক্তির দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ফকিরবাড়ি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ বিক্ষোভের ঘটনা ঘটে। বিদ্যালয়ের গনিত বিভাগের সহকারি শিক্ষক দেবাশিষ গাঙ্গুলি একটি মামলায় উচ্চ আদালতে জামিন নিয়ে নিম্ন আদালতে হাজির হলে গত ২১ জুলাই বিজ্ঞ আদালত তার জামিন না মজ্ঞুর করে জেল হাজাতে পাঠায়। এর ফলে গত ২০-২২দিন যাবত শিক্ষার্থীরা গনিতের পাঠ গ্রহন থেকে বঞ্চিত হওয়ায় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

ক্ষুব্ধ শিক্ষার্থীরা বৃহস্পতিবার এ ঘটনার প্রতিবাদে শ্রেণিকক্ষ ছেড়ে রাস্তায় নেমে পড়েন। তারা ওই শিক্ষকের জামিন না হওয়া পর্যন্ত ক্লাশ বর্জনের ঘোষণা দিয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ, একজন দক্ষ ও আদর্শ শিক্ষককে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়িয়ে হয়রানী করা হচ্ছে। এ ঘটনার নেপথ্যে স্থানীয় একটি কুচক্রী মহলের সাথে বিদ্যালয়ের কোন কোন শিক্ষকও জড়িত থাকতে পারেন।

বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন শিক্ষার্থী জুই আক্তার, শাহারা ইসলাম, আরিফা ইসলাম মিম, সুরমা আক্তার, আহসুনল্লাহ রায়হান, প্রাক্তন শিক্ষার্থী এস.এম জাহেদ, অভিভাবক শাহিনুর বেগম, কুলসুম বেগম বক্তৃতা করেন। তারা বলেন, একজন মেধাবী ও বিশ্বস্ত শিক্ষককে ষড়যন্তমূলক মামলা দিয়ে দিনের পর দিন জেল হাজতে রাখা হয়েছে। বক্তারা অনতি বিলম্বে দেবাশিষ গাঙ্গুলির মুক্তি ও তাকে মিথ্যা মামলায় জড়ানোর ষড়যন্ত্রকারিদের বিচারের দাবি জানান। জেল হাজতে থাকা ওই শিক্ষককের স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ঝুমা চ্যাটার্জী বলেন, তার স্বামীকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে। এ বিষয়ে যথাযথ তদন্ত হওয়া দরকার।

শিক্ষার্থীদের ক্লঅস বর্জন ও বিক্ষোভের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান বলেন, সহকারি শিক্ষক দেবাশিষ গাঙ্গুলি একজন দক্ষ ও আস্থাবান শিক্ষক। শিক্ষার্থী ও স্থানীয় অভিাবকেরা তাকে পছন্দ করেন। গত ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পরে একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে দেবাশিষ গাঙ্গুলিকে একটি মামলায় আসামি করেছে। দেবাশিষ গাঙ্গুলি বর্তমানে জেল হাজতে রয়েছেন। তার অনুপস্থিতিতে শিক্ষার্থীদের লেখাপড়ার চরম ক্ষতি হচ্ছে।


এই বিভাগের আরো খবর