এরা এলাকার দুর্দান্ত দাঙ্গাবাজ, হাঙ্গামাকারী, কলহ প্রিয় দুস্য প্রকৃতির লোক । প্রতিপক্ষগন ও ২ নং আসামীর মদতে এলাকায় বিভিন্ন ধরনের মৎস্য ঘের, লুটপাঠ সহ চাঁদাবাজি করিয়া আসছে ভয়ে কেহ মুখ খুলতে ভয়পায়। এলাকায় তাহার পক্ষে বিভিন্ন ধরনের পেশার লোক মাদক দ্রবা, ভূমি দখল, চাঁদাবাজি, লুটপাট, ঘের দখল মারপিট সহ ভয়ভীতি দেখায়। তাহাদের ভয়ে এলাকার কোন লোক কথা বলতে ভয় পায়।
রশিদ মাঝি ও আজিজুর মল্লিকের হুকুমে কিছু সন্ত্রাসী প্রকৃতির লোক আমার কাছে চাঁদা দাবী করেন। কিন্তু আমি উক্ত চাঁদা দিতে অপারকতা প্রকাশ করায় আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের হুমকি সহ মারপিট ভয়ভীতি ধানও মাছ নিয়া যাবে বলিয়া আসিতেছেন। গত ৩১জুলাই ২০২৫ তারিখে ভোর রাতের বেলায় আমার মৎস্য ঘেরে ডুকে বেড় জাল ফেলিয়া রুই, কাতলা, মৃগেল, পাংগাসও গলদা, বাগদা চিংড়ী নিয়া পালিয়া যান।লুটপাটের সময় আমি মৎস্য ঘেরে উপস্থিত ছিলামনা।
আমার মৎস্য ঘের হইতে অনুমান ২,৫০,০০০/- (দুইলক্ষ পঞ্চাশ হাজার) টাকার মৎস্য লুটপাট করিয়া নিয়া যায়। রাতের আধারে তাহার লুটপাট করে সকাল বেলায় পার্শ্বের মৎস্য ঘেরের একজন লোক আমাকে ফোন করে জানায়।
আমি যাহাতে আমার মৎস্য ঘেরে শান্তিপূর্ন ভাবে ভোগ দখল করিতে পারি এবং মৎস্য ঘের হইতে লুটপাট করা ২,৫০,০০০/-(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ফেরত পাইতে পারি, জীবনের নিরাপত্তা পেতে পারি এবং এই বাহিনীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সাথে জেলা বিএনপি’র নেতৃবৃন্দকেও তাদের দলীয় পদক্ষেপ নিতে আহবান জানিয়েছেন।