বিদেশ : কেনিয়ার পশ্চিমাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। কিসুমু কাউন্টিতে গত শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এর মাত্র এক দিন আগে দেশটিতে পৃথক বিমান ও ট্রেন দুর্ঘটনায় আরো ১৪ জন প্রাণ হারিয়েছিলেন। সর্বশেষ এই দুর্ঘটনা বৃহস্পতিবার রাজধানী নাইরোবির কাছে একটি বিমান দুর্ঘটনার পর ঘটল, যেখানে একটি এয়ার অ্যাম্বুল্যান্স একটি আবাসিক এলাকায় পড়ে ছয়জন নিহত হয়। একই দিনে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, একটি ট্রেন ও বাসের মধ্যে সংঘর্ষে আটজন নিহত হয়েছে। স্থানীয় পুলিশ জানায়, গত শুক্রবার স্থানীয় সময় বিকেল প্রায় ৫টার দিকে যাত্রী বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অন্য পাশে গিয়ে উল্টে যায়। স্থানীয় সংবাদমাধ্যমের মতে, বাসটি একটি শেষকৃত্য থেকে ফিরছিল বলে ধারণা করা হচ্ছে। কিসুমুর আঞ্চলিক ট্রাফিক কমান্ডার পিটার মাইনা সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে ১০ নারী, ১০ পুরুষ এবং ১০ বছরের এক মেয়ে শিশু রয়েছে। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন পাঁচজন, যাদের মধ্যে আট মাস বয়সী একটি শিশুও রয়েছে। শিশুটি বর্তমানে নিকটবর্তী একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে, দুর্ঘটনাস্থলটি এমন এক সড়ক অংশে অবস্থিত যেখানে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় সড়ক নিরাপত্তার অবস্থা নাজুক, প্রায় প্রতিদিনই মারাত্মক দুর্ঘটনার খবর পাওয়া যায়। সূত্র : এএফপি