শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে চোরাইকৃত ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ও তিনজনকে আটক করেছে পুলিশ

প্রতিনিধি: / ১২৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারীতে স্বর্ণের দোকানের সিন্দুক কেটে প্রায় ৫০ লাখ টাকার স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। মামলা হওয়ার চার ঘণ্টার মধ্যে স্বর্ণসহ তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ৪ আগস্ট ভোর রাতে চিতলমারী বাজারের নিউ মন্ডল জুয়েলার্স দোকানে গ্রাইন্ডার মেশিন দিয়ে সিন্দুক কেটে প্রায় ২৫-৩০ ভরি স্বর্ণালংকার চুরি হয়। এর বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
৮ আগস্ট দোকান মালিক তাপস মন্ডল থানায় মামলা করলে (মামলা নং-৩) তদন্তে নেমে পুলিশ চিতলমারীর আড়ূয়াবর্নী গ্রামের এমদাদুল খান (৩৮) ও চরবানিয়ারী পশ্চিমপাড়ার সজল বসু, শিবপুর গ্রামের সুব্র বসুকে চোরাই স্বর্ণসহ আটক করে ও সিন্দুক কাটার ড্রিল মেশিন উদ্ধার করে পুলিশ।
চিতলমারী থানার ওসি মোঃ শাহাদাৎ হোসেন জানান, মামলা হওয়ার চার ঘন্টার ভিতরে চিতলমারী থানা পুলিশের একটি টিম তিনজনকে আটক করতে সক্ষম হয়। আসামিদের স্বীকারোক্তিতে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করা হয়েছে, অভিযান অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরো খবর