সর্বশেষ :
প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন ইউক্রেনকে ঋণ দিতে ইউরোপীয় নেতাদের বৈঠক আগামী বছর ফিজিতে দূতাবাস খুলবে ইসরায়েল ‘এফ-১৬’ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় নতুন করে হামলা চালিয়েছে থাইল্যান্ড
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন নদী-খালে জাল-পাটা উচ্ছেদ

প্রতিনিধি: / ৯৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি :  ফকিরহাট উপজেলার বিভিন্ন নদ-নদী, খাল-বিলে পানির স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ নেট-পাটা ও নিষিদ্ধ জাল অপসারণে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
ফকিরহাট উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (৮ আগষ্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লখপুর ইউনিয়নের মাসকাটা খাল, জুগিখালী খালের ১০ গেট ও ৬ গেট এলাকায় অবৈধ ভাবে স্থাপন করা জাল ও নেট-পাটা অপসারনের জন্য অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রাপ্ত অবৈধ জাল, নেটপাটা, উচ্ছেদ করে তা কেটে নষ্ট করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আছাদুল্লাহ ফকিরহাট মডেল থানা পুলিশের এএসআই মিন্টিু বিশ্বাস, স্থানীয় ইউপি সদস্য মো. শরিফুল শেখসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
স্থানীয় মৎস্য চাষী মো: শরিফুল ইসলাম জানান, নদী-খালে জাল-পাটা দেওয়ার ফলে পানি প্রবাদে বাধাগ্রস্থ হওয়ায় বিভিন্ন বাড়ি-ঘর, ক্ষেত-খামার জলবদ্ধতার সৃষ্টি হয়। এটি উচ্ছেদের ফলে খুব দ্রুত পানি নিস্কাশ হবে। এতে এলাকায় জলবদ্ধতার অনেকাংশে কম হবে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আছাদুল্লাহ বলেন, “জলাবদ্ধতা নিরসনে অবৈধ জাল ও নেট-পাটা অপসারণ অত্যন্ত জরুরী। এগুলো শুধু পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, বরং মাছের প্রজনন ব্যাহত করে। পাশাপাশি পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ মৎস্য আহরণ ও প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ নেট-পাটা-বাধ রোধে সবাইকে আরও সচেতন ও সহযোগিতাশীল হওয়ার আহ্বান জানান এ কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর