সর্বশেষ :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ঝুলন্ত সেতুর তার ছিঁড়ে চীনে নিহত ৫

প্রতিনিধি: / ১১৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

বিদেশ : চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের শিনজিয়াং প্রদেশে একটি ঝুলন্ত সেতুর তার ছিঁড়ে পড়ে ৫ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা সিনহুয়া গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ১৮ মিনিটে) শিনজিয়াংয়ের ইলি কাজাখ স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি দর্শনীয় স্থানে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর ওই এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া। ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেগুলোর সত্যতা নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। ভিডিওগুলোতে দেখা যায়, সেতুটি এক পাশে হেলে পড়েছে। সেতুর একাংশ একটি নদীর ওপর ঝুলে ছিল। আরো কয়েকটি ভিডিওতে দেখা যায়, অন্তত দুইজন ব্যক্তি নিচে পড়ে গেছেন। এক ভিডিওতে একজন আহতকে কাঠের একটি প্ল্যাঙ্কে শুইয়ে উদ্ধার করা হচ্ছে, অন্য ভিডিওতে কয়েকজনকে সেই অস্থায়ী স্ট্রেচার টেনে নিয়ে যেতে দেখা যায়। ঘটনাস্থল শিয়াতা নামে পরিচিত ৬৫ বর্গকিলোমিটার জায়গা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে রয়েছে পাহাড়ি পথ, উপত্যকা, নদী এবং প্রাচীন জনপদের ধ্বংসাবশেষ। চীনের কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই একটি তদন্তকারী দল ঘটনাস্থলে পাঠিয়েছে। এই দলটি আহতদের চিকিৎসা এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান তদারকি করবে বলে জানানো হয়েছে সিনহুয়ার আরেকটি প্রতিবেদনে। সূত্র : রয়টার্স

 


এই বিভাগের আরো খবর