বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় সরকারী খাসখাল অবৈধ দখলমুক্ত ও দখলবাজকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

প্রতিনিধি: / ৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

শেখ আব্দুল গফুর,কপিলমুনি (খুলনা) অফিসঃ  পাইকগাছা উপজেলার কামারাবাদ ও ভৈরবঘাটা মৌজার ১০৯ বিঘার সরকারী খাসখাল উন্মুক্তকরণ,
গেট পুনঃনির্মাণ, মিথ্যা মামলা প্রত্যাহার ও জালিয়াতি চক্রের হোতা অবৈধ দখলবাজ নির্মল
কুমার মন্ডলকে গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ,মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলা
সাড়ে১১টায় পাইকগাছা আদালত সংলগ্ন মেইন সড়কে এ কর্মসূচী পালিত হয়। কাজিমুছা,
নাবা, সলুয়া, বিরাশী, হাউলী, প্রতাপকাটি, দরগামহল ও হাবিবনগর পানি নিষ্কাষনের একমাত্র পথ
ভৈরবঘাটা ও কামারআবাদ মৌজার মানুষপোড়া খাল, মাইটখালী খাল এবং ভৈরবঘাটা খাসখাল নিয়ে
২৭৪/২১ নং মামলা কোটে চলমান থাকা সত্ত্বেও নির্মল গংরা উক্ত মৌজার ১০৯ বিঘা জমি জাল-
জালিয়াতির মাধ্যমে দখল করার চেষ্টা চালাচ্ছেন। তারই প্রতিবাদে প্রবল বৃষ্টি উপেক্ষা করে শত শত
মানুষ এই মানববন্ধনে যোগ দেন। সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য
মোঃ আরশাফ আলী খাঁ। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল
মজিদ। বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুল আলম পিন্টু, তুষার কান্তি মন্ডল, জামায়াত নেতা
মাওলানা বুলবুল আহমেদ,কপিলমুনি বণিক সমিতির সভাপতি শেখ আনারুল ইসলাম, মজিদ
গাজী,আকিজ উদ্দিন, হারুন-অর রশীদ হারন গাজী, সুজায়েত গাজী, আমানউল্লাহ আমান,
সুমন আহম্মেদ ও আবু বাক্কার সানা।বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালী নির্মল মন্ডল জাল কাগজপত্র
তৈরি করে কামারাবাদ ও ভেরবঘাটা মৌজায় অবস্থিত ১০৯ বিঘার সরকারী খাসখাল জবর দখলের চেষ্টা
করছে। যা নিয়ে এলাকাবাসীর সাথে চরম বিরোধ দেখা দিয়েছে। সৃষ্টি হয়েছে মামলা মকদ্দমা।
সমাবেশে বক্তারা বলেন, জনস্বার্থের কথা বিবেচনা করে পানি নিষ্কাশনের পথ যাতে বন্ধ না
হয়,এবং গেট পুনঃনির্মাণের দাবি জানানো হয়।


এই বিভাগের আরো খবর