বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরায়েলি বিমান হামলায় গাজায় ৬ শিশুসহ নিহত ২০

প্রতিনিধি: / ১৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫

বিদেশ : ফিলিস্তিনের গাজা উপত্যকায় গতকাল বুধবার মধ্যরাতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছয়জনই শিশু। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে জানান, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে মধ্যরাতের পর ইসরায়েল প্রথম হামলা চালায়। এতে একই পরিবারের ১০ জন নিহত হয়। এর কিছুক্ষণ পরই গাজার উত্তরের আল-শাতি শরণার্থীশিবিরেও হামলা হয়। সেখানে অন্তত ৩০ জন আহত হয়। এ ছাড়া এখনো অনেকে নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। এ হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা এএফপিকে জানায়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গাজায় গণমাধ্যমের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণের কারণে নিহতের প্রকৃত সংখ্যা বা হামলাস্থলের বিস্তারিত বিবরণ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি। এই হামলা এমন এক সময়ে হলো, যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করছেন।


এই বিভাগের আরো খবর