মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১১:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

প্রতিনিধি: / ১০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন- পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮) এবং সাঁথিয়া উপজেলার আতাইকুরা কালী দরপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী (৪০)। অপর একজন নিহতের পরিচয় এখনও জানা যায়নি। মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ‘পাবনা এঙ্প্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস পাবনার দিকে যাচ্ছিল। পথে পূর্ব বনগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন যাত্রী নিহত হন। খবর পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, বাসের চালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান হাইওয়ে থানার ওসি।


এই বিভাগের আরো খবর