বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চার শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, দাবি ইসরায়েলের

প্রতিনিধি: / ৬৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ জুন, ২০২৫

বিদেশ : সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের দিকে চার শতাধিক ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন নিক্ষেপ করেছে ইরান। যেগুলো দেশটির ৪০টি স্থানে আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়। খবর সিএনএনের। নেতানিয়াহুর কার্যালয়ের তথ্য অনুসারে, ইরানের এসব হামলায় ইসরায়েলের ৪০টি স্থানে আঘাত হেনেছে। এর ফলে ইসরায়েলের কর কর্তৃপক্ষের কাছে প্রায় ১৯ হাজার ক্ষয়ক্ষতির দাবি জমা পড়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় আরও জানিয়েছে, এ পর্যন্ত ইসরায়েলে ২৪ জন নিহত, ৮ শতাধিক আহত ও ৩ হাজার ৮০০ জনেরও বেশি মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, গত পাঁচ দিনে ইরানের অভ্যন্তরে ১ হাজার ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলাগুলো প্রমাণ করে, ইসরায়েল ‘পারমাণবিক হুমকিকে নিষ্ক্রিয় করার জন্য পদ্ধতিগতভাবে কাজ করছে।’ অন্যদিকে গত সোমবার ইরানের কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার থেকে ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছেন। উভয় পক্ষের এই পরিসংখ্যানগুলো চলমান সংঘাতের ভয়াবহতা এবং এর ব্যাপক মানবিক ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতিকে তুলে ধরছে। আন্তর্জাতিক মহল থেকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানানো হলেও যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হচ্ছে বলে মনে করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর