• বুধবার, ০২ জুলাই ২০২৫, ০১:৩১

‘দঙ্গল’ যে কারণে পাকিস্তানে কখনও মুক্তি পায়নি

প্রতিনিধি: / ৪৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ জুন, ২০২৫

পাকিস্তানে মুক্তি না পেলেও আন্তর্জাতিক মঞ্চে দারুণ সাড়া ফেলেছিল আমির খান অভিনীত ‘দঙ্গল’। কুস্তিগীর মহাবীর সিং ফোগট এবং তার দুই কন্যার জীবননির্ভর এই সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। ভারতের পাশাপাশি চীনেও রীতিমতো ব্যবসাসফল হয়েছিল এই ছবি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, প্রতিবেশী দেশ পাকিস্তানে কখনও মুক্তি পায়নি ‘দঙ্গল’। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই অপ্রকাশিত কারণ সামনে আনলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে হাজির হয়ে আমির বলেন, ‘পাকিস্তানের সেন্সর বোর্ড থেকে তখন আমাদের জানানো হয়েছিল, সিনেমা থেকে যদি ভারতের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত বাদ দেওয়া হয়, তবেই কেবল ছবিটি সেখানে মুক্তি পাবে।’ ‘দঙ্গল’ সিনেমায় গীতা ফোগাট যখন আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতায় জয় পান, সেই দৃশ্যে বাজানো হয়েছিল ভারতের জাতীয় সঙ্গীত, দেখানো হয়েছিল জাতীয় পতাকা। আর সেটাই বাধা হয়ে দাঁড়ায় পাকিস্তানে মুক্তির ক্ষেত্রে। তবে এমন শর্ত মানতে একেবারেই নারাজ ছিলেন আমির খান। অনুষ্ঠানেই স্পষ্ট ভাষায় তিনি বলেন, ‘আমি ওদের বলেছিলাম, আমাদের কোনও দরকার নেই পাকিস্তানে সিনেমা দেখানোর। ব্যবসার কথা একবারও ভাবিনি। জাতীয় পতাকা এবং সঙ্গীত বাদ দিয়ে আমি কোনও সিনেমা চালাতে রাজি নই। এই বিষয়ে দ্বিতীয়বার ভাবারও প্রয়োজন হয়নি।’ এই মন্তব্যের পর আমির খানের স্পষ্ট অবস্থান ফের উঠে এল আলোচনায়-বাণিজ্যের চেয়ে দেশের সম্মান তার কাছে অনেক বেশি মূল্যবান।


এই বিভাগের আরো খবর
⚠️ Your Theme or Design License Has Expired. Please update the license to ensure proper functionality and compliance.
https://www.kaabait.com
⚠️ Your Theme or Design License Has Expired. Please update the license to ensure proper functionality and compliance.