• বুধবার, ০২ জুলাই ২০২৫, ০১:৪৬

টেইলর সুইফট ভক্তদের মন জয় করলেন

প্রতিনিধি: / ৪৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ জুন, ২০২৫

পুরো নাম টেইলর অ্যালিসন সুইফট। তবে গোটা পৃথিবী তাকে টেইলর সুইফট নামেই চিনে। বর্তমান সময়ে তার সমতুল্য জনপ্রিয়তা কোনো সংগীতশিল্পীর নেই বললেই চলে। যার প্রমাণ হিসেবে সাম্প্রতিক সময়ে অনেক খবরই আন্তর্জাতিক গণমাধ্যমে রয়েছে। এত এত খ্যাতির মধ্যেও মার্কিন এই শিল্পী নিজেকে জড়িয়ে রাখেন মানবিক কাজে। এবার তিনি আবারও মুগ্ধ করলেন তার ভক্তদের। সদ্য স্ট্যানলি কাপ ২০২৫ ফাইনালে প্রেমিক ট্র্যাভিস কেলসের খেলা দেখার পর টেইলর ছুটে গেলেন যুক্তরাষ্ট্রের একটি শিশু হাসপাতালে। হাসপাতালের ছোট ছোট রোগীর মুখে হাসি ফোটাতে নিজের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে সময় কাটালেন সবার সঙ্গে। শুধু তাই নয়, তিনি নিজের পরিচয় যেভাবে দিলেন, তা দেখে আবেগ ধরে রাখতে পারেনি অনেক শিশুই। যার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, ফ্লোরিডার জো ডিমাজিও চিলড্রেনস হাসপাতালে গত শুক্রবার হঠাৎ হাজির হন টেলর। হাসপাতালটির ইনস্টাগ্রাম পেইজে এই শিল্পীকে ধন্যবাদ জানিয়ে ক্যাপশনে লেখা হয়, ‘আপনি আমাদের এমন একটি দিন উপহার দিয়েছেন, যা আমরা কখনোই ভুলব না। ধন্যবাদ টেলর সুইফট। আপনার উপস্থিতিতে আমাদের করিডোরগুলো ভরে উঠেছিল আনন্দ আর সংযোগে। এই আনন্দ দীর্ঘদিন আমাদের হৃদয়ে থাকবে।’ অতি ব্যস্ততার মধ্যেও টেইলরের এমন মানবিকতা মুগ্ধ করেছে সবাইকে। আরেকটি ভিডিওতে দেখা যায়, একটি বাচ্চা ছেলেকে টেলর বলছেন, ‘তোমার রুমটা সবচেয়ে কুল!’ এসময় তিনি প্রতিটি রোগী ও পরিবারের সদস্যদের সঙ্গে হাত মেলান ও কথা বলেন।


এই বিভাগের আরো খবর
⚠️ Your Theme or Design License Has Expired. Please update the license to ensure proper functionality and compliance.
https://www.kaabait.com
⚠️ Your Theme or Design License Has Expired. Please update the license to ensure proper functionality and compliance.