কপিলমুনি (খুলনা) অফিস
দৈনিক অনির্বাণের কপিলমুনি প্রতিনিধি ও কপিলমুনি (বিনোদগঞ্জ) বণিক সমিতির সদস্য
আলহাজ্ব মুন্সী রেজাউল করিম মহাব্বত না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। (ইন্না……. রাজিউন)।
তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১৩ জুন গভীর রাতে ভারতের বোম্বে টাটা মেমোরিয়াল
হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ
করেছেন কপিলমুনিতে কর্মরত সাংবাদিকরা। মৃত্যু কালে তাঁর বয়স হয়ছিল ৬২বছর। তিনি
স্ত্রী, দুই পুত্র এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো
হয়েছে, তাঁর মরদেহ কপিলমুনি নিয়ে আসার পর হরিঢালী ইউনিয়নের উলুডাঙ্গা গ্রামে
পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পার্শ্বে তাঁকে দাফন করা হবে।