শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতে করোনায় আক্রান্ত সাত হাজার ছাড়াল, নতুন করে মৃত্যু ৬

প্রতিনিধি: / ৯২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ জুন, ২০২৫

বিশ্বের বিভিন্ন দেশে বেড়েছে করোনা সংক্রামণ। তবে তুলনামূলকভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ভারতে বেশি।  ভারতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।

বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ আপডেট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। আর মৃত্যু হয়েছে ৬ জনের।

এই ছয়জনের মধ্যে তিনটি মৃত্যু রেকর্ড করা হয়েছে কেরালায়। দুইজন কর্ণাটকে আর মহারাষ্ট্রে একজন। মৃতদের মধ্যে ৪৩ বছর বয়সী একজন রয়েছেন। তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল। আর বাকি পাঁচজনের সবাই বৃদ্ধ ছিলেন এবং আগে থেকেই জটিল রোগে ভুগছিলেন।

ভারতে গত কয়েকদিন ধরেই করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। যারমধ্যে এলএফ.৭, এক্সএফজি, জেন.১ ধরনে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। এছাড়া নতুন করে এনবি.১.৮.১ নামে নতুন একটি উপধরন শনাক্ত হয়েছে।

এদিকে করোনা সংক্রমণ বাড়লেও ভারতে গণহারে করোনার বুস্টার ডোজ দেওয়ার বিপক্ষে মতামত দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলেছেন বৃদ্ধ, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তি এবং গুরুতর অসুস্থদের বুস্টার ডোজ দেওয়া যেতে পারে।


এই বিভাগের আরো খবর