পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য বিভাগ এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে।

Oplus_0
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে সপ্তাহ ব্যাপী পুষ্টি সপ্তাহের কার্যক্রম উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ। উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট গাইনী চিকিৎসক ডাঃ সুজন কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, মেডিকেল অফিসার জহিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল, সহকারী অধ্যাপক আব্দুল আলীম, প্রভাষক আবু রাসেল কাগজী, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক শাহজামান বাদশা, সিনিয়র স্টাফ নার্স হামিদা খাতুন, উন্নতি, মিডওয়াইফ নার্স শামীমা সুলতানা ও শিক্ষার্থী এসএম সাজিদুর রহমান। অনুষ্ঠানে পুষ্টি সপ্তাহের উপর আয়োজিত কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়।