• বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৩:৪৯
সর্বশেষ :
ফকিরহাটে ইউপি সদস্যবৃন্দের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ ফকিরহাটে ভূমি মেলা উপলক্ষে র‌্যালি ও সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জ শরণখোলায় ৫০ হাজার সদস্য নবায়ন ফর্ম বিতরণ করলো বিএনপি স্লোভাকিয়ায় বাদামি ভালুকের মাংস বিক্রির পরিকল্পনা গাজায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গুলি, আহত ৪৭ পরিত্যক্ত বাড়ি থেকে মেক্সিকোতে ১৭ মরদেহ উদ্ধার জাতিসংঘের সতর্কবার্তা আগামী চার বছরে বাড়তে পারে বৈশ্বিক গড় উষ্ণতা রাশিয়ার বিমান চলাচল ইউক্রেনের ড্রোন হামলায় ব্যাহত : মস্কো ইসরাইলি হামলায় গাজায় একই পরিবারের ৯ জনসহ নিহত ১৬ ইসরায়েল শিগগিরই ইরানে হামলার প্রস্তুতি নিতে পারে : রিপোর্ট

গাড়ির ভেতর হরিয়ানায় একই পরিবারের ছয়জনের মৃতদেহ উদ্ধার

প্রতিনিধি: / ৩২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

বিদেশ : ভারতের হরিয়ানার পঞ্চকুল্লার সেক্টর ২৭ এলাকায় গত সোমবার রাতে একই পরিবারের সাত সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, তারা সবাই আত্মহত্যা করেছেন। পরিবারের ছয়জনের মৃতদেহ একটি গাড়ির ভিতর থেকে পুলিশ উদ্ধার করে এবং অন্য একজনের মৃতদেহ গাড়ির পিছনে ফুটপাথে পড়ে ছিল। সেক্টর ২৭ এলাকার একজন বাসিন্দা রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে একটি গাড়িকে অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ করেন। গাড়িটির বাইরে ঝুলছিল তোয়ালে, তবে ভেতরে কী রয়েছে তা দেখা যাচ্ছিল না। গাড়ির পেছনে গোলাপি রঙের জামা ও খয়েরি প্যান্ট পরা এক ব্যক্তি ফুটপাথে বসে ছিলেন। বাসিন্দাটি ব্যক্তিকে জিজ্ঞাসা করলে ব্যক্তিটি জানান, ‘আর পাঁচ মিনিট, তারপরই মরে যাব।’ স্থানীয় বাসিন্দা তার ভাইকে ফোন করে ঘটনাটি জানান। তারা মিলে গাড়ির জানালা দিয়ে ভেতরে উঁকি মারতেই ছয়টি মৃতদেহ দেখতে পান। পুলিশের তদন্তে জানা যায়, মৃতরা হলেন প্রবীণ মিত্তল, তার স্ত্রী, তিন সন্তান ও প্রবীণের বাবা-মা। প্রাথমিক তদন্তে জানা গেছে, মিত্তল পরিবার ধারদেনায় জর্জরিত ছিল। তাদের ট্রাভেল এজেন্সির ব্যবসা ভালো যাচ্ছিল না। গাড়ির ভিতর থেকে পাওয়া একটি চিঠিতে আত্মহত্যার কারণ উল্লেখ করে গিয়েছেন প্রবীণ। তিনি পুরো ঘটনার জন্য নিজেকেই দায়ী করেছেন এবং শ্বশুরবাড়ির লোককে যেন কোনোভাবে এই ঘটনায় জড়িত না হয়, সেটাও উল্লেখ করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আত্মহত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com