সর্বশেষ :
মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল কচুয়ায় ১৭ বছর পরে যুব দলের মিছিল-সমাবেশ সাংবাদিকদের পারিশ্রমিক নিয়ে উপ-প্রেস সচিবের দীর্ঘ বার্তা ব্যানার টানানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৮ নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন এ সরকারের অধীনেই: শিশির মনির বিমান উড্ডয়ন ও অবতরণে মারাত্মক ঝুঁকিতে দেশের সবগুলো বিমানবন্দর মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকায় নির্মিত অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের উদ্বোধন (ফলোআপ):কুতুবদিয়ায় বাপ্পী হত্যা: ৯ জনের নামে মামলা মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে জার্মান সরকারের সাইক্লোন শেল্টার নির্মাণ
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জুলাই গণহত্যায় শহীদ মাহফুজের লাশ কবর থেকে তুলতে পরিবারের আপত্তি

প্রতিনিধি: / ১২৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ মে, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি:  ২০২৪ সালের জুলাই গণহত্যায় শহীদ মাহফুজুর রহমানের(১৬) লাশ কবর থেকে তুলতে গিয়ে পরিবারের সদস্যদের বাধাঁয় লাশ না তুলে ফিরে গেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মামলার তদন্তকারি কর্মকর্তা।  বুধবার(১৪ মে) বেলা ১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা মামলার তদন্তকারি কর্মকর্তা মিরপুর থানার এসআই মো. তরিকুল ইসলামকে সাথে নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হরতকিতলা গ্রামে শহিদ মাহফুজের কবরস্থানে পৌছন। সেখানে মাহফুজের পিতা আব্দুল মান্নান, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের প্রতিনিধিসহ স্থানীয়রা কবর থেকে লাশ তুলতে বাঁধা দেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট স্থানীয়দের নিকট থেকে লিখিত আপত্তিপত্র নিয়ে ফিরে যান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা বলেন, মামলাটির তদন্ত ও বিচারের স্বার্থে বিজ্ঞ আদালত মাহফুজের লাশ তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন। কিন্তু শহীদ মাহফুজের পিতাসহ স্থানীয়রা লিখিতভাবে আপত্তি করায় লাশ তোলা হয়নি। বিষয়টি আদালতকে জানানো হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র মাহফুজুর রহমান মিরপুর ১০ নম্বর এলাকায় ফ্যাসিষ্ট হাসিনা বিরোধী মিছিলে নামলে পুলিশের গুলিতে শহীদ হয়। ২০ জুলাই শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাওয়া যায় তার মরদেহ। সেখান থেকে তার পিতা আব্দুল মান্নান মাহফুজের মরদেহ বুঝে নিয়ে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করেন।
এ ঘটনায় গত ১৪ ফেব্রুয়ারি মাহফুজের পিতা আব্দুল মান্নান বাদি হয়ে মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৩২। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে ৫০ জনকে এজাহার নামীয় আসামি করা হয়েছে বলে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর