শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায়  তীব্র তাপপ্রবাহে বনবিবির উদ্যোগে পাখির জন্য পানির ব্যবস্থা

প্রতিনিধি: / ১৩৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ মে, ২০২৫

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা): সারাদেশে প্রচণ্ড তাপদাহ চলছে। তীব্র গরমে পানির সংকট সবখানে। মাঠে-খালে-বিলে কোথাও পানি নেই। পানির অভাবে কষ্ট পাচ্ছে পাখিরাও। তৃষ্ণার্ত পাখিদের কথা চিন্তা করে পাইকগাছার পরিবেশবাদী সংগঠন বনবিবি সপ্তাহ খানেক ধরে পাখির জন্য খোলা পাত্রে পানির ব্যবস্থা করেছ। সংগঠনের সভাপতি নিজ খরচে পাখি সুরক্ষায় বিভিন্ন কর্মকাণ্ড অব্যহত রেখেছেন।

পরিবেশবাদী সংগঠন বনবিবি পাখিদের পিপাসা নিবারণে উপজেলার নতুন বাজার এলাকার বিভিন্ন স্থানে খোলা পাত্রে পানি রাখার ব্যবস্থা করছে। সারা দেশে তাপদাহে জনজীবন হাঁসফাঁস অবস্থা। তীব্র  গরমে কেবল মানুষের প্রাণই ওষ্ঠাগত নয়, পশু-পাখিরাও অতিষ্ঠ। দুপুরের তীব্র তাপদাহে পাখিরা হিট স্টোকে আক্রান্ত হচ্ছে। পানি শুন্যতায় মারাও যাচ্ছে পাখি। তাই তীব্র তাপদাহে অতিষ্ঠ পাখির জন্য খোলা পাত্রে পানির ব্যবস্থা করা হয়েছে।
চলমান তাপদাহে পশু-পাখিরা অসুস্থ ও মারা না গেলেও, গরমে ছটফট করছে। স্বাভাবিক চলাফেরা বাদ দিয়ে ওরা নেমে পড়ছে পাানিতে, আশ্রয় নিচ্ছে ছায়ায়। পশু-পাখিরা গরমে বেশ ক্লান্ত হয়ে পড়েছে। একটু প্রশান্তি পেতে ঘন ঘন গা ভেজাচ্ছে পানিতে। গেল কয়েক দিন ধরে প্রচণ্ড তাপদাহে প্রাণীকুল ওষ্ঠাগত। তাপমাত্রা ৩৯ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠা নামা করছে। টানা তাপপ্রবাহের মধ্যে অতিষ্ঠ পাখিরাও যাচ্ছে জলের কাছে। কেউ তেষ্টা মেটাচ্ছে, কেউ ভিজিয়ে নিচ্ছে এমনকি কুকুরও পানিতে নেমে গা ভিজাচ্ছে।
প্রচণ্ড তাপদাহে পাখিদের পিপাসা নিবারণে নতুন বাজার এলাকার বিভিন্ন স্থানে খোলা পাত্রে পানি রাখার ব্যবস্থা করা হয়েছে। পাখিরা সহজে যাতে পানি পেতে পারে তার জন্য প্রতিদিন সকালে পাত্রে পানি পূর্ণ করে রাখা হচ্ছে।
পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান দীর্ঘ সময় ধরে পাখিদের সুরক্ষায় কাজ করে আসছে। ওই অঞ্চল এখন পাখিদের অভয়ারণ্যে পরিনত হয়েছে। গাছে গাছে বুলবুলি, শালিক, ঘুঘু, পেচা, চড়ুই পাখির কিচিরমিচির শব্দে এলাকা মুখরিত। পাখি শিকারও অনেক কমে গেছ। একাজে তারা যেমন প্রশংসিত হয় তেমনি সুবিধাবাদী কিছু লোকের কাছে তিরস্কারের পাত্রও হয়।
পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও এ শ্লোগানকে সামনে রেখে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতের লক্ষে পরিবেশবাদী  সংগঠন বনবিবি উপজেলায় ২০১৬ সাল থেকে কাজ করে যাচ্ছে। পাখির অভয়ারণ্য তৈরির লক্ষে পাখির সুরক্ষা, নিরাপদ আবাসস্থল নিশ্চিতের জন্য উপজেলায় বিভিন্ন ইউনিয়ানে গাছে গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র, টিন-কাঠের বাক্স, ঝুড়ি, সচেতনতামূলক লিফলেট বিতারণ, উদ্বুদ্ধকরণ সভা ও বিলবোর্ড স্থাপন কার্যক্রম অব্যহত রয়েছে।


এই বিভাগের আরো খবর