সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় চাঁদা চেয়ে ঘের ব্যবসায়ীকে চিঠি, থানায় জিডি ; ব্যবসায়ী দম্পতির প্রেস ব্রিফিং 

প্রতিনিধি: / ১৪৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ মে, ২০২৫
Oplus_0

পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধি:  খুলনার পাইকগাছার ঘের ব্যবসায়ী কে চাঁদা চেয়ে চিঠি প্রদান করার ঘটনায় থানায় জিডি হয়েছে। শুক্রবার সকালে কে বা কারা প্রয়াত দানবীর আলহাজ্ব ফসিয়ার রহমান সবুজ এর পৌর সদরের বাতিখালীস্থ বাসায় সাদা কাগজে লেখা একটি চিঠি ফেলে রেখে যায়। ১০ লাইনের ওই চিঠিতে ঘের ব্যবসায়ী মাসফিয়ার রহমান সবুজকে ১০ দিনের মধ্যে ঘের ছেড়ে দেওয়া এবং ২/৩ দিনের মধ্যে ৩০ লক্ষ টাকা দাবি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় নিজ বাসভবনে প্রেস ব্রিফিং করেন সবুজ দম্পতি। সবুজের স্ত্রী সাবরিনা রহমান তন্বী বলেন শুক্রবার সকালে বাসার কাজের লোক ঝাড়ু দেওয়ার সময় বাসার ভিতরে  দরজার সামনে একটি খাম পড়ে থাকতে দেখে খামটি নিয়ে আমার কাছে দেয়। খামার ভিতরে একটি চিঠি ছিল। চিঠিতে জীবন নাশের হুমকি সহ ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছে। চিঠিটি পড়ে সাথে সাথে আমি আমার হাসবেন্ড কে দ্রুত ঘের থেকে বাসায় আসতে বলি। মাসফিয়ার রহমান সবুজ বলেন চিঠিতে আগামী ১০ দিনের মধ্যে পুতলাখালী ঘের ছেড়ে দিতে বলা হয়েছে। তা নাহলে আমার অবস্থা রবি ও মাহবুবের মতো হবে, আমাকে মেরে লাশ গুম করে মরহুম বাবা ফসিয়ারের কাছে পাঠিয়ে দিবে বলে হুমকি দেওয়া হয়েছে। এছাড়া দল গোছাতে টাকা দরকার এজন্য ২/৩ দিন পর তাদের লোক আসলে তাদের কাছে ৩০ লক্ষ টাকা দিতে বলা হয়েছে। এব্যাপারে পুলিশের সহযোগিতা নিলে আমার এবং আমার পরিবারকে খুন করে লাশ গুম করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। চিঠির শেষে ইতি তোর জম লেখা রয়েছে। এ ঘটনায় আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ বাদি হয়ে জিডি করেছে। যার নং ৪২৩, তারিখ ০৯-০৫-২০২৫। এদিকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে ঘের সংশ্লিষ্ট প্রতিপক্ষ অনেকের এর সাথে সংশ্লিষ্টতা থাকতে পারে এমন ধারণা করে  সুষ্ঠুভাবে ঘের পরিচালনা এবং জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন সবুজ দম্পতি। থানায় এ সংক্রান্ত একটি জিডি হয়েছে এবং বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন থানার ওসি তদন্ত ইদ্রিসুর রহমান।


এই বিভাগের আরো খবর