সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় তীব্র তাপপ্রবাহে অস্বস্তিতে প্রাণীকুল 

প্রতিনিধি: / ১৪৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

ইমদাদুল হক, পাইকগাছা(খুলনা):  তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। কয়েক দিন ধরে দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে মানুষের পাশাপাশি হাঁসফাঁস করছে অন্যান্য প্রাণীও।
তীব্র দাবদাহে স্বস্তিতে নেই এসব প্রাণী। প্রচণ্ড গরমে বেশির ভাগ প্রাণী খুঁজছে একটু শীতল ছায়া। এমন এক দৃশ্যের দেখা মিলেছে খুলনার পাইকগাছাতে। উপজেলার গড়ইখালী কলেজ খেয়াঘাট পার হয়ে গাংরখি যেতে বিল কুমখালি রাস্তায় পাশাপাশি দুইটি বট গাছ আছে। তীব্র দাবদাহে বিলের প্রাণীরা দুপুরে গাছের নিচে শীতল ছায়ায় বিশেষ করে গরু- মহিষের পাল ভীড় করছে। গাছের ছায়ায় মাথাটা গুঁজে দিয়ে শুয়ে- দাড়িয়ে আছে গরু, মহিষ, ভেড়া ও ছাগল। তাছাড়া আশেপাশের জলাধারে শরীর ডুবিয়ে জলকেলি করছে মহিষ। কুকুরকেও মাঝে মধ্যে পানিতে নামতে দেখা যাচ্ছে।
উপকূলের লবনাক্ত পাইকগাছায় যে সব বিলে বোরো, সবজি ও তরমুজ চাষ হয় না, সে বিল উন্মক্ত থাকে ও প্রচুর ঘাস জন্মে। এসব বিলে এলাকার গরু, মহিষ, ভেড়া, ছাগল উন্মক্ত চরে বেড়িয়ে ঘাস খায়। এ সব বিলের কোথাও কোন গাছপালা নেই। রাস্তার পাশে একটি দুটি বট গাছ দেখা যায়। দুপুরে প্রচণ্ড তাপ ও গরম থেকে বাঁচতে প্রাণীগুলো খুঁজছে এসব গাছের নিচে একটু শীতল ছায়া।


এই বিভাগের আরো খবর