মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নিহত ৩

প্রতিনিধি: / ১৯৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তিনজনের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- কুমিল্লার দেবিদ্বারের মোখলেছুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (১৮) ও কুমিল্লা রেলওয়ে এলাকার মো. তুহিন (১৭)। বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ে পুলিশকে বিষয়টি জানাই। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা বলেন, সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।


এই বিভাগের আরো খবর