শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

খুলনা সাতসকালে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

প্রতিনিধি: / ১৫৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

খুলনা নগরে সাতসকালে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার সকাল সাড়ে ৭টার দিকে জিরো পয়েন্ট এলাকায় ‘বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা শাখা’র ব্যানারে এই মিছিল বের হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানার ওসি খাইরুল বাশার বলেন, জিরো পয়েন্ট এলাকায় হঠাৎ গাড়ি থেকে নেমেই ঝটিকা মিছিল করে পালিয়ে গেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনায় এই প্রথমবার আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে দেখা গেল। মিছিলের ছবি ও ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, একদল ব্যক্তি ব্যানার নিয়ে জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করছেন। ব্যানারে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি রয়েছে। এ সময় ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে’-স্লোগান দেওয়া হয়। ওসি খাইরুল বাশার বলেন, সকালের দিকে হওয়ায় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। পুলিশ মিছিলকারীদের আটক করতে তৎপর আছে।


এই বিভাগের আরো খবর