রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে বাজার ইজারা উন্মুক্ত করলেন বিএনপি নেতা

প্রতিনিধি: / ১৪০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (200, -1); aec_lux: 270.79443; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

এম.পলাশ শরীফ, বাগেরহাট:  বাগেরহাটের মোরেলগঞ্জে খাউলিয়া ইউনিয়নের সন্নাসী ও আমতলী দুটি বাজারের ইজারা উন্মুক্ত করে দিলেন বিএনপি নেতা। এ উপলক্ষে সোমবার সন্ধ্যয় সন্ন্যাসী বাজারে ব্যাবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় খাউলিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মো: সেলিম মিয়া আনুষ্ঠানিকভাবে এ ঘোষনা দেন। তিনি বলেন, বাংলা ১৪৩২ সন বছরের ইজারা সরকারি রাজস্ব সাড়ে ৯ লক্ষ টাকা নিজ অর্থায়ানে পরিশোধ করে এ  ইউনিয়নের দুটি বাজার সর্ব সাধারনরে জন্য আজ থেকে উন্মুক্ত ঘোষনা করা হলো। কোন বিক্রেতাকে কোন প্রকার খাজনা দিতে হবে না।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি সদস্য বিএনপি নেতা মনিরুল হক ফরাজী। বিএনপি নেতা আবুল কালাম হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আল আজাদ, ইউপি সদস্য মো. বিটুল বিশ্বাস, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকারিয়া মাহামুদ, বিএনপি নেতা নজরুল ইসলাম রঙ্গ প্রমুখ। সভা সঞ্চালনা করেন মাষ্টার আব্দুল আলিম।


এই বিভাগের আরো খবর