সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছার বাসন্তী পূজা অনুষ্ঠিত

প্রতিনিধি: / ১৫৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

পাইকগাছা (খুলনা)প্রতিনিধিঃ পাইকগাছায় শ্রী শ্রী বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রাড়ুলী বাগপাড়া পূজা উদযাপন কমিটি ৫ দিন ব্যাপী এ পূজা উদযাপনের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার ষষ্ঠীর ঘটস্থাপনের মধ্যে মহা ষষ্ঠী পূজার মাধ্যমে বাসন্তী পূজা শুরু হয়। শুক্রবার মহা সপ্তমী, শনিবার মহা অষ্টমী, রোববার মহা নবমী এবং সোমবার বিজয়াদশমীতে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে বাসন্তী পূজা সম্পন্ন হয়েছে।
 মায়ের সান্নিধ্য লাভের আশায় ভক্তবৃন্দ প্রতিদিন পূজায় বাসন্তী দূর্গা দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেন। এছাড়া সন্ধ্যায় সন্ধ্যা আরতি সহ বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পূজায়। পূজা আর্চনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার শ্রী শ্রী বাসন্তী পূজা সম্পন্ন করা হয়। পূজা উদযাপন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ মো. আব্দুল মজিদ, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট এম আব্দুস সাত্তার, শাহাদাত হোসেন ডাবলু, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, মোস্তফা মোড়ল, অ্যাডভোকেট  সাইফুদ্দিন সুমন, ও  এসএম নাজির আহমেদ, এসময় উপস্থিত ছিলেন রাড়ুলী বাগপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি বরুণ বিশ্বাস, সাধারণ সম্পাদক সুভাষ বিশ্বাস, সঞ্জয় রায়, সমর বিশ্বাস, সুকুমার রায়, তারক বিশ্বাস, শ্যামল বিশ্বাস, গৌতম রায়, নলিত রায়, প্রভাষ বিশ্বাস, অজয় বিশ্বাস, তাপস বিশ্বাস ও সঞ্জয় বিশ্বাস।


এই বিভাগের আরো খবর