বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

 ইয়াবাসহ মেম্বার গ্রেফতার মোরেলগঞ্জে

প্রতিনিধি: / ২৬১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে মাসুম মুন্সি নামে ইউনিয়ন পরিষদের এক মেম্বারকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেল ৪টার দিকে পৌরসভার কালাচাঁদের মাজার এলাকা থেকে পুলিশ ১০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। বানিয়াখালী গ্রামের সাইদুর রহমান মুন্সির ছেলে মাসুম মুন্সি(৪২) খাউলিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে কিছু মোটরসাইকেল আরোহীদের তল্লাশি করা হয়। এসময় মাসুম মুন্সির কাছে ১০ পিচ ইয়াবা পাওয়া যায়। ইয়াবাসহ মাসুম মুন্সিকে বহনের দায়ে পশ্চিম খোন্তাকাট গ্রামের মিলন আকনকে(৪০) গ্রেফতার ও তার মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরো খবর