সর্বশেষ :
পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন ইউক্রেনকে ঋণ দিতে ইউরোপীয় নেতাদের বৈঠক
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড-জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে

প্রতিনিধি: / ১১০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

টেস্ট এবং টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডকে আতিথ্য দেবে জিম্বাবুয়ে। দুই দলের বিপক্ষেই দুটি করে টেস্ট খেলবে জিম্বাবুয়ে দল। দীর্ঘদিন পর ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে প্রস্তুত জিম্বাবুয়ে ক্রিকেট। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ, মাঝে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। যা গেল কয়েক বছরের মধ্যে জিম্বাবুয়ে ক্রিকেটের সবচেয়ে বড় আন্তর্জাতিক ঘরোয়া মৌসুম হতে যাচ্ছে। দীর্ঘদিন পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডকে আতিথেয়তা দিতে যাচ্ছে জিম্বাবুয়ে। ২০১৪ সালের পর প্রথমবারের মতো জিম্বাবুয়েতে লাল বলের সিরিজ খেলবে প্রোটিয়ারা। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রতিটি দল একে অপরের সাথে দু’বার করে খেলবে। টেস্ট ম্যাচগুলো বুলাওয়েতে অনুষ্ঠিত হবে এবং হারারেতে হবে ত্রিদেশীয় সিরিজ। আগামী ২৮ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট। দ্বিতীয়টি শুরু ৬ জুলাই। এরপর নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে জিম্বাবুয়ে, ১৪ থেকে ২৬ জুলাই পর্যন্ত। ত্রিদেশীয় সিরিজ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট খেলবে জিম্বাবুয়ে। ম্যাচ দুটি শুরু আগামী ৩০ জুলাই ও ৭ অগাস্ট।


এই বিভাগের আরো খবর