সর্বশেষ :
পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন ইউক্রেনকে ঋণ দিতে ইউরোপীয় নেতাদের বৈঠক
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাবাদা আইপিএলের রান উৎসবের সমালোচনায়

প্রতিনিধি: / ১০৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

আইপিএলে এবারের মৌসুমেও চলছে রান উৎসব। দাপট দেখাচ্ছেন ব্যাটাররা। আগ্রাসী ব্যাটিংয়ের চূড়ান্ত নির্দশন দেখিয়ে চলছে দলগুলো। তবে এমন রান উৎসবে খুশি নন দক্ষিণ আফ্রিকান তারকা পেসার কাগিসো রাবাদা। টি-টোয়েন্টি ক্রিকেটে দর্শক জনপ্রিয়তার কথা মাথায় রেখে বেশিরভাগ সময়ই বড় রানের ম্যাচ হয়। এ কারণে উইকেটগুলোতে বোলারদের জন্য কোন সহায়তা থাকে না বললেই চলে। এর বাইরে করোনা ভাইরাসের সংক্রমণের পর থেকে নিষিদ্ধ রয়েছে লালা ব্যবহার। সবমিলিয়ে ব্যাটে-বলের ভারসাম্যের অভাব স্পষ্ট। আইপিএলের এবারের আসর নিয়ে অনেকেই ভবিষ্যতবাণী করছেন ৩০০ রান দেখার বিষয়ে। এ নিয়ে আলোচনায় নিয়ে এবার রাবাদার কথায় ঝরল অসন্তুোষ। তার মতে ক্রিকেটে ব্যাটিং এবং বোলিংয়ে ভারসাম্য আনা দরকার। রাবাদা বলেন, ‘‘খেলাটিকে কোনো একভাবে এগোতেই হবে, তবে আমি মনে করি না যে এটি সবসময় ফ্ল্যাট উইকেটে হওয়া উচিত, যেখানে প্রতিটি ম্যাচে একই ধরণের ফল আসবে। এতে মজাটাই নষ্ট হয়ে যাবে।’’ এরপরই ক্ষুব্ধ হয়ে ক্রিকেটকে ব্যাটিং বলেন রাবাদা। তাগিদ দেন পরিবর্তনের। ‘‘আপনি চাইলে আমাদের এই খেলাকে ক্রিকেট না বলে ব্যাটিং বলেও ডাকতে পারেন। কিছু রেকর্ড ভাঙতেই পারে। এটা নিয়ে আমার আপত্তি নেই। হাই-স্কোরিং ম্যাচগুলো ভালো, কিন্তু একই কথা লো-স্কোরিং ম্যাচেও বলা যায়। কিন্তু আপনি সবকিছু নাটকীয়ভাবে একপাক্ষিক করতে পারেন না। ব্যাট আর বলের মধ্যে একটা ভারসাম্য দরকার।’’ এবারের আসরে গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন কাগিসো রাবাদা। নিজের প্রথম ম্যাচে খরুচে ছিলেন এই প্রোটিয়া পেসার। ৪ ওভারে ১ উইকেট পেলেও খরচ করেন ৪১ রান। ৪৭৫ রানের ম্যাচটি অবশ্য হেরেছে রাবাদার গুজরাট টাইটান্স।


এই বিভাগের আরো খবর