সর্বশেষ :
পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন ইউক্রেনকে ঋণ দিতে ইউরোপীয় নেতাদের বৈঠক
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

লাটভিয়ার বিপক্ষে ইংল্যান্ডের সহজ জয়

প্রতিনিধি: / ১০১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

থমাস টুখেলের অধীনে ইংল্যান্ডের নবযাত্রা শুরু হয়েছিলো আগের ম্যাচেই, আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়ে। এবার দ্বিতীয় ম্যাচেও সহজ জয় তুলে নিলো ইংলিশরা। লাটভিয়াকে তারা হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে। ‘কে’ গ্রুপে ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে এখন সবার শীর্ষেই রয়েছে ইংল্যান্ড। ৩ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে আলবেনিয়া ও লাটভিয়া। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দলই ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোল করার স্বাদ পেলেন রিস জাইমস এবং এবেরেচি এজে। চেলসির রাইটব্যাক ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ফুটবল শুরু করেছিলেন ২০২২ সালে। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রায় ৮০ হাজার দর্শকের সামনে ম্যাচের ৩৮তম মিনিটে লাটভিয়ার গোলের তালা খোলেন রিস জাইমস। দুর্দান্ত একটি ফ্রি-কিক থেকে বলটি তিনি জড়িয়ে দেন লাটভিয়ার জালে। গত শুক্রবার আলবেনিয়ার বিপক্ষে যখন একটা সময় গোল পেতে খুব কষ্ট হচ্ছিলো তখন হ্যারি কেইন যেমন গোল করেছিলেন, এই ম্যাচেও একইভাবে গোল পেলেন ইংলশ অধিনায়ক। ৬৮তম মিনিটে ডেকলান রাইসের পাস থেকে পাওয়া বলে দারুণ এক শটে দলের দ্বিতীয় গোল করেন হ্যারি কেন। ম্যাচের ৬১তম মিনিটে জ্যারড বউয়েনের পরিবর্তে মাঠে নামেন এবেরেচি। মাঠে নামার ১৬ মিনিটের মাথায় গোল করলেন তিনি। ম্যাচের ৭৬তম মিনিটে তৃতীয় গোল করেন এই তরুণ ফুটবলার।


এই বিভাগের আরো খবর