সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে  মঙ্গলবার মানসা কালী মন্দিরে ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান

প্রতিনিধি: / ১৫১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে ঐতিহ্যবাহী সুপ্রাচিন ও সুপ্রসিদ্ধ মানসা কালী মন্দিরের ৫২তম পুনঃ প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ২৫ মার্চ মঙ্গলবার (১১ চৈত্র) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মানসা কালী মন্দির সেবা সমিতি দিনব্যাপি ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়াও আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলা।
মন্দির কমিটি সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের এপ্রিল মাসে মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্থানী পাক হানাদার কর্তৃক ধংসপ্রাপ্ত হয় কালী মূর্তি সহ অন্যান্য বিগ্রহগুলি এবং লুন্ঠিত হয় অলংকার সমূহ। পরবর্তীতে ১৯৭৪ সালে এই দিনে (১১চৈত্র) বাগেরহাট জেলাস্থ নাগের বাজার নিবাসী ধীরেন্দ্র নাথ দাম ও তদ্বীয় পতœী কালিতারা দামের অর্থায়নে মায়ের বিগ্রহ (মুর্তি) পুনরায় নির্মান করে পুনঃ প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়। এরপর থেকে প্রতিবছর এই দিনটি (১১চৈত্র) উৎসবমূখর পরিবেশে পালন করা হয়। দুরÑদুরন্ত থেকে বহু ভক্তবৃন্দ আসেন মানসা কালী মন্দিরে। এলাকাবাসী, ভক্তবৃন্দ ও মন্দির কমিটির উদ্যোগে মন্দির চত্ত¡রে নির্মিত হয়েছে দূর্গা মন্দির, বিশ্রামাগার, যাত্রী নিবাস ও শীব মন্দির।
মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুল ও সাধারন সম্পাদক বাবলু কুমার আঁশ জানান, দিনব্যাপি অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে সকাল ৯টা থেকে পূজা আরম্ভ, ১০টায় শ্রী শ্রী চন্ডীপাঠ, দুপুর ১২মাঙ্গলিক প্রার্থনা, দুপুর ১টায় প্রসাদ বিতরন ও সন্ধায় মঙ্গলারতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অন্যান্য বছরের ন্যায় এ বছর দিনটি ¯া^াড়ম্বরে উৎযাপিত হতে যাচ্ছে।  ধারনা করা হচ্ছে অন্যান্য বছরের ন্যায় এ বছরেও হাজারো ভক্তকুল ও দর্শনার্থীর আগমন ঘটবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান।


এই বিভাগের আরো খবর