রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি বিমান হামলা

প্রতিনিধি: / ১২৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫

বিদেশ : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর রাশিয়া ও ইউক্রেন একে অপরের অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। খবর বিবিসির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সুমিতে একটি হাসপাতালসহ ‘বেসামরিক অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ৫৭টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছে। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি তেলের ডিপোতে আগুন লেগে যায়। স্থানীয় সময় গত মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে পুতিন ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা ৩০ দিনের জন্য স্থগিত রাখার সম্মতি দেন, তবে সামগ্রিক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ট্রাম্প-পুতিন ফোনালাপের কয়েক ঘণ্টা পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক বিবৃতিতে জানান, ইউক্রেন রাশিয়ার হামলার শিকার হয়েছে। জেলেনস্কি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে বেসামরিক অবকাঠামো আঘাতপ্রাপ্ত হয়েছে। আমাদের অবকাঠামো, সাধারণ জীবনযাত্রা রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু।’ জেলেনস্কি আরও বলেন, ‘আজ পুতিন মূলত যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বিশ্ববাসীর উচিত পুতিনের এই যুদ্ধ দীর্ঘায়িত করার যেকোনো প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করা।’ এদিকে, ইউক্রেনের মিত্রদের কাছ থেকে সামরিক সহায়তা বন্ধের শর্তে পূর্ণ যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন পুতিন। এই পরিস্থিতির মধ্যেই রাশিয়া ও ইউক্রেন আজ ১৭৫ জন করে বন্দি বিনিময় করতে সম্মত হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, ‘সদয় ইঙ্গিত’ হিসেবে রাশিয়া অতিরিক্ত ২৩ জন আহত ইউক্রেনীয় সেনাকে তাদের চিকিৎসাকেন্দ্র থেকে মুক্তি দেবে।


এই বিভাগের আরো খবর