সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার দোয়া ও অনুষ্ঠিত

প্রতিনিধি: / ১৫২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 47;

 নজরুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার : দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার নবম বর্ষে পদার্পণ করায় আলোচনা সভা ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার পার্টি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক প্রবাহ-এর প্রতিনিধি এইচ এম শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক এইচএম জসিম উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মোঃ আবু সালেহ, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি এম এ জলিল, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মেজবা ফাহাদ, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিনিধি শিব সজল যীশু ঢালী, দৈনিক প্রভাত প্রতিনিধি মো. রমিজ উদ্দিন শেখ, দৈনিক সংবাদ প্রতিদিন প্রতিনিধি এসএম সাইফুল ইসলাম কবির, দৈনিক পূর্বাঞ্চলের মোরেলগঞ্জ প্রধান ও দৈনিক সকালের সময় প্রতিনিধি নজরুল ইসলাম শরীফ, দৈনিক খুলনাঞ্চল ও দ্য কান্ট্রি টুডে  প্রতিনিধি মো. নাজমুল, দৈনিক প্রবর্তন ও একুশে মিডিয়া প্রতিনিধি মোঃ রফিকুল,স্বাধীন বাংলা প্রতিনিধি মো. তাজুল ইসলাম সহ স্থানীয়রা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক গণমানুষের আওয়াজ মোরেলগঞ্জ প্রতিনিধি মো. এখলাস শেখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. ইউনুছ। সভায় বক্তারা বলেন, গণমানুষের আওয়াজ সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সবসময় সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে আসছে। আগামীতেও সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন।


এই বিভাগের আরো খবর