সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রতিনিধি: / ১৪৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গনহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৭ মার্চ) উপজেলা সম্প্রসারিত কমপ্লেক্স ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।
ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহনেওয়াজ মেহেদীর পরিচালনায় এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, বীর মুক্তিযোদ্ধা মোড়ল নুরমোহম্মদ, বীর মুক্তিযোদ্ধা শেখ শাহেদুর রহমান জোহা, জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট জেলা সংগঠক লাবীব আহমদসহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, গনমাধ্যমকর্মি উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর