সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে মটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত-২

প্রতিনিধি: / ১৫১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে একজন যাত্রী নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যাটারি চালিত ভ্যানের সাথে দ্রুতগামী মটরসাইকেলের ধাক্কায় এক ভ্যান চালক নিহত হয়েছেন।

এসময় মটরসাইকেল চালকসহ এক ভ্যান যাত্রী আহত হয়েছেন। খুলনা-মোংলা মহাসড়কের লখপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ভ্যান চালক মজিদ ফকির সোনা (৭০) উপজেলার লখপুর ইউনিয়নের খাজুরা এলাকার মৃত রহমান ফকিরের ছেলে।

ফকিরহাট কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়ের জানান, শুক্রবার (১৪ মার্চ) সকালে খুলনার রূপসা থেকে কাটাখালীগামী এক মটরসাইকেল চালক দ্রæতগতিতে লখপুর বাসস্ট্যান্ডে এতে পোছালে সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানের সাথে সাজোরে ধাক্কা লাগে।

এতে ভ্যান চালক মজিদ ফকির সোনা নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান। এসময় আহত মটরসাইকেল চালক ও এক ভ্যান যাত্রী আহত হন। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের পরিচয় জানাতে পারেনি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মটরসাইকেলটি জব্দ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর