রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাশিয়ার ইউক্রেনের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি

প্রতিনিধি: / ১৪৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

বিদেশ : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৭৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ড্রোনগুলোর মধ্যে কুরস্ক অঞ্চলে ছয়টি গুলি করে ভূপাতিত করা হয়েছে। এছাড়াও এই অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীকে তাড়িয়ে দেওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে রুশ সেনারা। এছাড়াও বেলগোরোড, রোস্তভ এবং ব্রায়ানস্কসহ অন্যান্য অঞ্চলেও ড্রোন ধ্বংস করা হয়েছে। ক্রেমলিনের দাবি, কুরস্কে রাশিয়ার অভিযান চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যে কারণে মার্কিন আলোচকরা এখন মস্কো যাচ্ছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, পশ্চিম রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনীকে বিতাড়িত করার জন্য রাশিয়ার অভিযান চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এদিকে ইউক্রেনীয় বাহিনী অঞ্চলটির কিছু জায়গা দখল করার পর গত বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো কুরস্ক সফর করেছেন। পুতিনের কুরস্ক সফরের পরপরই কিয়েভ ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে জানানো হয়েছে, ইউক্রেনের সাথে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য আলোচকরা ‘এখনই’ রাশিয়া যাচ্ছেন। পুতিনের সঙ্গে কখন স্থায়ীভাবে যুদ্ধবিরতি নিয়ে কথা বলবেন; সে প্রসঙ্গে ট্রাম্প কিছু না জানালেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, ‘আমি আশা করি তিনি (পুতিন) যুদ্ধবিরতি করবেন। এখন এটি রাশিয়ার উপর নির্ভর করছে।’


এই বিভাগের আরো খবর