বিদেশ : চীনের বিজ্ঞানীরা সমপ্রতি একটি পরমাণুর স্তরযুক্ত ধাতু তৈরিতে সফল হয়েছেন। এই দ্বিমাত্রিক বস্তুটির পুরুত্ব মানুষের চুলের ব্যাসের দুই লাখ গুণের এক ভাগ মাত্র। এই সাফল্য টু-ডি ধাতুর গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং উপাদান বিজ্ঞানে নতুন উদ্ভাবন ঘটাবে। এই গবেষণা চায়না একাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব ফিজিকস পরিচালিত একটি গবেষণাদলের মাধ্যমে সম্পন্ন হয়েছে এবং নেচার একাডেমিক জার্নালের সামপ্রতিক সংখ্যায় প্রকাশিত হয়েছে। ২০০৪ সালে একক-স্তরের গ্রাফিন আবিষ্কারের পর থেকে, দ্বিমাত্রিক উপাদানগুলো পদার্থবিজ্ঞানের গবেষণায় বিপ্লব ঘটিয়েছে। গত ২০ বছরে এ ধরনের টু-ডি উপাদানের সংখ্যা দ্রুত বেড়েছে। চীনা গবেষণাদলটি ভ্যান ডার ওয়ালস স্কুইজিং মেথড নামের একটি পরমাণু পর্যায়ের বিশেষ উৎপাদন পদ্ধতিতে বিভিন্ন দ্বিমাত্রিক ধাতু তৈরি করতে সক্ষম হয়েছে। আর এ ধাতুগুলোর মধ্যে বিসমাথ, টিন, সিসা, ইন্ডিয়াম ও গ্যালিয়াম রয়েছে। গবেষণাদলের অন্যতম সদস্য চাং কুয়াংইউ জানালেন, ‘দ্বিমাত্রিক ধাতুগুলোর পুরুত্ব একটি পাতলা কাগজের ১০ লাখ ভাগের ১ ভাগ। যদি ৩ মিটার দীর্ঘ একটি ধাতব ঘনককে এ ধরনের একক-পরমাণু স্তরে নিয়ে যাওয়া যায়, তবে সেটা দিয়ে গোটা বেইজিংয়ের ওপর চাদর বিছিয়ে দেওয়া যাবে।’ গবেষকদের মতে, তাম্র, ব্রোঞ্জ ও লৌহ যুগ যেমন সভ্যতাকে এগিয়ে নিয়েছিল, ঠিক তেমনই এ ধরনের দ্বিমাত্রিক ধাতু ভবিষ্যতে প্রযুক্তিগত উদ্ভাবন ঘটাবে। অতিক্ষুদ্র স্বল্প-শক্তি ট্রানজিস্টর, উচ্চ-ফ্রিকোয়েন্সি ডিভাইস, স্বচ্ছ ডিসপ্লে এবং উচ্চ কার্যকর ক্যাটালাইসিসের মতো ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে এই উপাদান। সূত্র : সিনহুয়া