রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করছে অভিবাসীরা

প্রতিনিধি: / ১২৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

বিদেশ : ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে বিপজ্জনকভাবে যুক্তরাজ্যে প্রবেশ করছে অবৈধ অভিবাসীরা। ২০২৫ সালের এই পর্যন্ত ৪ হাজারেরও বেশি মানুষ ছোট ছোট নৌকায় করে প্রবেশ করছে দেশটিতে। এতে অবৈধ অভিবাসীর সংখ্যা আবারো রেকর্ড গড়েছে। ব্রিটেনের ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুধু মার্চ মাসের প্রথম ৯ দিনেই এসেছে ২ হাজার ৭৫ জন। যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যকার রোডম্যাপ চুক্তি বাস্তবায়ন না হলে ধারণা করা হচ্ছে, এই বছরেই ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক অভিবাসী বিপজ্জনকভাবে নৌকায় প্রবেশ করতে পারে যুক্তরাজ্যে। যুক্তরাজ্যে ২০২৫ সালে প্রতিদিনই নতুন নতুন অভিবাসী প্রবেশ করছে। সমপ্রতি হোম অফিসের প্রকাশিত তথ্যে দেখা গেছে, শুধু গত রোববারই ৪টি নৌকায় ২৩৭ জন অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ করেছে। আর গত ২ মার্চে একদিনেই ৫৯২ জন অতিক্রম করেছে ইংলিশ চ্যানেল। তারাও জীবনের ঝুঁকি নিয়ে প্রবেশ করবে ব্রিটেনে। বিশ্লেষকরা বলছেন, এই হারে চলতে থাকলে ২০২৫ সালে ইংলিশ চ্যানেল হয়ে যুক্তরাজ্যে প্রবেশের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে, যা ইতিহাসে সর্বোচ্চ হতে পারে। লিংকন চেম্বারস সলিসিটরের প্রিন্সিপাল ব্যারিস্টার নাজির আহমেদ গার্ডিয়ানকে বলেছেন, সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ফ্রান্সের মাধ্যমে নৌকায় করে যুক্তরাজ্যে অবৈধভাবে অভিবাসীরা আসছেন। আর প্রতিবছরই এ সংখ্যা বাড়ছে। বিপজ্জনকভাবে নৌকায় অভিবাসীর প্রচণ্ড ঢেউ ঠেকাতে গত বৃহস্পতিবার যুক্তরাজ্য ও ফ্রান্স একটি নতুন ‘রোডম্যাপ’ চুক্তি সই করেছে। এতে মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়। তবে অতীতে নেয়া এমন পদক্ষেপগুলোর বাস্তব প্রতিফলন হয়নি বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। আইন ও অভিবাসন বিশ্লেষকরা বলেছেন, এই দেশের জনসংখ্যার যে নির্দিষ্ট এলাকাগুলো আছে, যেমন- বিদ্যালয়, হাসপাতালসহ অর্থনীতিতে অনেক বেশি চাপ পড়বে।


এই বিভাগের আরো খবর