রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে গ্রেপ্তার

প্রতিনিধি: / ১০২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

বিদেশ : আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানার ভিত্তিতে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করেছে দেশটির প্রশাসন। ফিলিপাইন সরকারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার হংকং থেকে ফেরার পর ম্যানিলা বিমানবন্দরে তাকে আটক করা হয়। খবর আল-জাজিরার। দুতার্তের বিরুদ্ধে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ সংঘটিত করার অভিযোগ রয়েছে, যা তার মাদকবিরোধী অভিযানের সঙ্গে যুক্ত। রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে ইস্যু করা পরোয়ানায় বলা হয়েছে, ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন তার নেতৃত্বে ‘মাদকবিরোধী যুদ্ধ’ পরিচালিত হয়, যা ‘বিচারের যথাযথ প্রক্রিয়া লঙ্ঘন করেছে’ এবং এতে শিশুসহ হাজারো মানুষ প্রাণ হারিয়েছে। এর আগে সম্ভাব্য গ্রেপ্তারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে দুতার্তে বলেছিলেন, ‘আমি ফিলিপাইনের মানুষের জন্য সবকিছু করেছি। যদি এটি আমার ভাগ্যে থাকে, আমি মেনে নেব।’


এই বিভাগের আরো খবর