সর্বশেষ :
বলিউডে আরিফিন শুভ পিরোজপুরে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত  বাগেরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে জনগোষ্ঠীর অধিকার এবং আমাদের করণীয় বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত।। সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগই শিক্ষার লক্ষ্য: শিক্ষা উপদেষ্টা ভোটকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক নির্বাচনি টকশোতে ব্যক্তিগত আক্রমণ নয়, কড়া বার্তা ইসির নির্বাচন ইস্যুতে সিইসির সঙ্গে বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কূটনৈতিক উত্তেজনার মধ্যে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তলব
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন চ্যাম্পিয়ন ভারত

প্রতিনিধি: / ১১০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হলো ভারত। ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ট্রফি ঘরে তুলেছে টিম ইন্ডিয়া। সামনে থেকে দল নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা, খেলেছেন ৮৩ বলে ৭৬ রানের ঝলমলে ইনিংস, সহজ করেছেন দলের জয়। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। উইল ইয়ং এবং রাচিন রবীন্দ্রর ওপেনিং জুটিতে ভর করে ভালো শুরু পায় নিউজিল্যান্ড। এক প্রান্ত ধরে খেলেছিলেন ইয়ং। অন্যদিকে ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে এগোচ্ছিলেন রাচিন। তার আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে দ্রুত রান উঠতে থাকে দলের বোর্ডে। রাচিন-ইয়ংয়ের ওপেনিং জুটিটা থেমেছে দলের ৫৭ রানের মাথাতে। ২৩ বলে ১৫ রানের ইনিংস খেলে আউট হন ইয়ং, তাকে ফিরিয়েছেন বরুণ চক্রবর্তী। রাচিন দারুণ গতিতে এগোতে থাকলেও কাটা পড়েছেন দলের ৬৯ রানের মাথায়, ২৯ বলে ৩৭ রান করে। তিনে নামা কেইন উইলিয়ামসনও সুবিধা করতে পারেননি। আউট হয়েছেন ১৪ বলে ১১ রান করে। রাচিন এবং উইলিয়ামসনকে ফেরান কুলদীপ যাদব। এরপর জুটি গড়ার চেষ্টা করেন টম ল্যাথাম এবং ড্যারিল মিচেল। সাবলীল ব্যাটিংয়ে এগোচ্ছিলেন মিচেল। আরেক প্রান্তে কিছুটা সংগ্রাম করছিলেন ল্যাথাম। শুরুর রানের সেই গতি অনেকটাই কমে যায় টপাটপ উইকেটের পতনের পর। কিউই ব্যাটারদের রানের লাগাম টেনে ধরেন ভারতের বোলাররা। ল্যাথাম বেশিক্ষণ টিকতে পারেননি। ৩০ বলে ১৪ রান করে বিদায় নেন ল্যাথাম। এবারও উইকেট তুলেছেন একজন স্পিনার-রবীন্দ্র জাদেজা। এক প্রান্ত ধরে এগোচ্ছিলেন মিচেল। ল্যাথামের বিদায়ের পর মিচেলের সাথে যোগ দেন গ্লেন ফিলিপস। কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছেন ফিলিপস এবং মিচেল। রানের গতি কিছুটা কমে গেলেও স্থির ব্যাটিংয়ে এগোচ্ছিল নিউজিল্যান্ডের ইনিংস। ফর্মে থাকা ফিলিপস আউট হয়েছেন ৫২ বলে ৩৪ রান করে, ফিরিয়েছেন বরুণ। দলের রান তখন ১৬৫। এরপর মাইকেল ব্রেসওয়েলকে সাথে নিয়ে এগিয়েছেন ড্যারিল মিচেল। ফিফটির খুব কাছে চলে যান মিচেল। ছুঁয়েছেন ফিফটিও। ফিফটি ছুঁয়ে কিছু দূর এগিয়ে থামেন ড্যারিল মিচেল। ১০১ বলে ৬৩ রানের দারুণ এক ইনিংস খেলে দলের ২১১ রানের মাথায় থামেন মিচেল, তাকে ফিরিয়েছেন মোহাম্মদ শামি, ম্যাচে প্রথম উইকেট তুললেন কোনো পেসার। শেষ দিকে তাণ্ডব চালিয়েছেন মাইকেল ব্রেসওয়েল। আগ্রাসী ব্যাটিংয়ে পরিস্থিতির দাবি মিটিয়ে রান তুলেছেন ব্রেসওয়েল। শেষ দিকে তার ব্যাটে চড়েই এগিয়েছে কিউইদের ইনিংস। এক প্রান্ত আগলে রেখে খেলে যান ব্রেসওয়েল। টিকে ছিলেন একদম শেষ পর্যন্ত। ফিফটি হাঁকিয়ে ৪০ বলে ৫৩ রান করে অপরাজিত ছিলেন ব্রেসওয়েল। এছাড়া মিচেল স্যান্টনার ১০ বলে ৮ রান করেন। নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ২৫১ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। ভারতের হয়ে ২টি করে উইকেট শিকার করেন বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব। ১টি করে উইকেট নেন মোহাম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজা। জবাব দিতে নেমে রোহিত শর্মা এবং শুবমান গিলের ওপেনিং জুটিতে চড়ে উড়ন্ত সূচনা পায় ভারত। মারমুখি ব্যাটিংয়ে এগোতে থাকেন দুজন। নিউজিল্যান্ডের বোলারদের পিটিয়ে তক্তা বানিয়েছেন রোহিত। আরেক প্রান্তে গিল এগোচ্ছিলেন ধীরেসুস্থে। দুজনের ব্যাটে চড়ে শুরুটা দুর্দান্ত হয়েছে ভারতের। ফিফটি ছুঁয়ে ফেলেন রোহিত। গিলও এগোচ্ছিলেন কার্যকরী ব্যাটিংয়ে। ওপেনিং জুটি থেকে রান আসে ১০৫। ৫০ বলে ৩১ রানের ইনিংস খেলে বিদায় নেন গিল। এর পরের ওভারেই আউট হয়েছেন বিরাট কোহলি। ফাইনালের বড় মঞ্চে সুবিধা করতে পারেননি কোহলি। ২ বলে ১ রান করে বিদায় নেন তিনি। এরপর রোহিতের সাথে যোগ দিয়েছেন শ্রেয়াস আইয়ার। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগোতে থাকে ভারতের ইনিংস। ফিফটি হাঁকানো রোহিত সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন। তবে বিদায় নিতে হয়েছে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার আগেই। ৮৩ বলে ৭৬ রান করে দলের ১২২ রানের মাথায় আউট হন রোহিত শর্মা। তবে দলকে জয়ের পথে এগিয়ে দিয়ে এসেছেন অনেকটাই। এরপর আইয়ারের সাথে যোগ দেন অক্ষর প্যাটেল। আইয়ার-অক্ষরের ব্যাটে চড়ে এগোতে থাকে ভারতের ইনিংস। কিউই বোলারদের দারুণভাবে সামলেছেন দুজন। তেড়েফুঁড়ে মারতে যাননি, এগিয়েছেন বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে। স্ট্রাইক রোটেট করে রানের চাকা সচল রেখেছেন। ফিফটির কাছাকাছি গিয়ে থেমেছেন আইয়ার। ৬২ বলে ৪৮ রান করে বিদায় নেন দলের ১৮৩ রানের মাথাতে। অক্ষর থেমেছেন দলীয় ২০৩ রানের মাথায়। ৪০ বলে ২৯ রান করে বিদায় নেন অক্ষর প্যাটেল। ততক্ষণে জয়ের পথে অনেকটাই এগিয়ে গেছে ভারত। শেষ দিকে দলের হাল ধরেছেন লোকেশ রাহুল এবং হার্দিক পান্ডিয়া। চালিয়ে খেলেছেন দুজন। একটু একটু করে জয়ের দিকে গেছে ভারত। ১৮ বলে ১৮ রান করে দলের ২৪১ রানের মাথাতে আউট হন হার্দিক। রাহুল শেষ পর্যন্ত টিকে ছিলেন। ৩৩ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন রাহুল। ৬ বলে ৯ রান করে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা। ৬ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। জিতে নেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন মিচেল স্যান্টনার এবং মাইকেল ব্রেসওয়েল। এছাড়া ১টি করে উইকেট নেন রাচিন রবীন্দ্র এবং কাইল জেমিসন। এই নিয়ে টানা দুই আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হলো ভারত। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতলো টিম ইন্ডিয়া। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে হেরেছিল ফাইনালে। এমন অপ্রতিরোধ্য ভারতকে ঠেকাতে পারছে না কেউই। প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর প্রথম আইসিসির ইভেন্টেই শিরোপা জিতলেন গৌতম গম্ভীর।


এই বিভাগের আরো খবর