রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৩ নাপিতকে গুলি করে হত্যা

প্রতিনিধি: / ১১১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীদের গুলিতে অস্থানীয় তিনজন নাপিত নিহত হয়েছেন। পুলিশ গতকাল এ খবর জানায়। এলাকাটিতে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের সহিংসতা বাড়ছে। কোয়েটা থেকে এএফপি জানায়, বেলুচিস্তানে দেশের অন্যান্য অঞ্চল থেকে আসা শ্রমিকদের ওপর হামলা বেড়েছে। আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী এই প্রদেশে জঙ্গিরা সামরিক বাহিনীর গুপ্তচর হিসেবে অভিযুক্ত করে অস্থানীয় নাপিতদের একের পর এক লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। পাঞ্জগুর জেলার পুলিশ কর্মকর্তা মুহাম্মদ জায়িদ এএফপিকে বলেন, ‘তিনজন সিন্ধি নাপিত প্রাণ হারিয়েছেন।’ পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা গতকাল সন্ধ্যায় মোটরবাইকে করে এসে সেলুন দোকানে প্রবেশ করে এবং গুলি চালায়। কোনো গোষ্ঠী এখনো পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই অঞ্চলের সবচেয়ে সক্রিয় গোষ্ঠী। গোষ্ঠীটি বহিরাগতদের বিরুদ্ধে-এর সমৃদ্ধ সম্পদ শোষণের অভিযোগ করে আসছে।


এই বিভাগের আরো খবর