সর্বশেষ :
পিরোজপুরে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত  বাগেরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে জনগোষ্ঠীর অধিকার এবং আমাদের করণীয় বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত।। সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগই শিক্ষার লক্ষ্য: শিক্ষা উপদেষ্টা ভোটকেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক নির্বাচনি টকশোতে ব্যক্তিগত আক্রমণ নয়, কড়া বার্তা ইসির নির্বাচন ইস্যুতে সিইসির সঙ্গে বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কূটনৈতিক উত্তেজনার মধ্যে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তলব মোরেলগঞ্জে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রেনেঁর জালে পিএসজির এক হালি গোল

প্রতিনিধি: / ১০৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫

মাঝ সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে ইংলিশ ক্লাব লিভারপুলের কাছে ০-১ গোলে হেরেছিলো ফরাসী ক্লাব পিএসজি। এই হারের পর পিএসজির যে অপরাজেয় যাত্রা, তাতে যেন একটু ছন্দপতনই ঘটলো; কিন্তু ফরাসী লিগ ওয়ানে ঠিকই নিজেদের দাপট ধরে রেখেছে তারা। একের পর এক ম্যাচে প্রতিপক্ষকে যে গোলবন্যায় ভাসানো, গত শনিবার রাতেও সেটা অব্যাহত রেখেছে পিএসজি। স্টেডে রেনেঁর মাঠে গিয়ে ১-৪ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে ফিরেছে প্যারিসের ক্লাবটি। ম্যাচের ইনজুরি সময়ে গিয়ে ৩ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ওসমান ডেম্বেলে। বাকি দুই গোল করেন ব্র্যাডলি বারকোলা ও গনকালো রামোস। এই জয়ের ফলে ফরাসী লিগ ওয়ানে দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের ধরাছোঁয়ার বাইরে চলে গেলো পিএসজি। ১৬ পয়েন্টের ব্যবধান তৈরি করলো লুইস এনরিকের শিষ্যরা। ২৫ ম্যাচে পিএসজির পয়েন্ট ৬৫। সমান ম্যাচে মার্শেইয়ের পয়েন্ট ৪৯। এ নিয়ে ফরাসী লিগে টানা ৬ ম্যাচ জিতলো পিএসজি। জোড়া গোল করা ওসমান ডেম্বেলে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ৬৪ মিনিটে। যার বদলি নেমেছিলেন, সেই গনকালো রামোসও গোল করেছিলেন। লিভারপুলের কাছে যে দলটি নিয়ে হেরেছিলো পিএসজি, সেই দলে ৮টি পরিবর্তন আনেন কোচ লুইস এনরিকে। তবুও স্টেডে রেনেঁর মাঠে গিয়ে বেশ দাপট দেখালো পিএসজি। মূলত ২৭তম মিনিটে ব্র্যাডলি বারকোলা গোলের সূচনা করেন। প্রথমার্ধে আর কোনো গোল করতে পারেনি পিএসজি। দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্বিতীয় গোল করেন গনকালো রামোস। ২-০ গোলে পিছিয়ে পড়ে দ্রুতই ফেরার চেষ্টা করে স্টেডে রেনেঁ। যার ফলস্বরূপ ৩ মিনিট পরই লিলিয়ান ব্রাসিয়ের গোল করে সমতায় ফেরান লিলিয়ান ব্রাসিয়ের। ৬৪ মিনিটে মাঠে নামার পর বেশ কয়েকবার গোলের চেষ্টা করেন ওসমান ডেম্বেলে। তবে সফল হলেন ইনজুরি সময়ে দিয়ে। ৯০+১ মিনটে করেন প্রথম গোল, দলীয় তৃতীয় গোল। এর তিন মিনিট পরই (৯০+৪ মিনিটে) ওসমান ডেম্বেলে করেন নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল।


এই বিভাগের আরো খবর